Tuesday , 15 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রতন কুমার রায় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার সকালে উপজেলার জাবরহাট বাজার এলাকায় তাকে আটক করা হয়।
পীরগঞ্জ থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সদস্যরা পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাঁশগাড়া গ্রামের চন্দন মোহন রায়ের ছেলে রতন কুমার রায়কে আটক করে এবং তার সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার ফুল মিয়া বাদী হয়ে রতনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। রতন একজন মাদক ব্যবসায়ী বলে জানায় থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও