Wednesday , 30 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে সাংবাদিক রাজা স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

পীরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জেলা সংবাদদাতা ও দৈনিক সংবাদ পত্রিকার জেলা বার্তা পরিবেশক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে প্রেসক্লাব হলরুমে আয়োজিত শোকসভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিমুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি আবু জাহিদ জুয়েল, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানী, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোজাহারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, উদীচী জেলা সংসদের সভাপতি সেতেরা বেগম, সম্পাদক রেজওয়ানুল হক রিজু, অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, মরহুমের সহধর্মীনি লুৎফুন নেছা লিলি, প্রধান শিক্ষক সলেমান আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, প্রবীণ সাংবাদিক ফজলুল কবির ফকির, অঙ্গিকার নাট্য নিকেতনের সভাপতি গৌতম দাস বাবলু প্রমূখ। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸায়ক নূরনবী চঞ্চল, বিটিভি’র জেলা সংবাদদাতা মাসুদ রানা পলক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সহসভাপতি কাজী নুরুল ইসলাম, মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, অর্থ সম্পাদক বুলবুল আহাম্মেদ, নির্বাহী সদস্য দীপেন রায়, সদস্য মোকাদ্দেস হায়াত মিলন, হাফিজুল ইসলাম, মুনসুর আহাম্মেদ, বাদল হোসেন, সাংবাদিক লাফিতুর রহমান লিমন আব্দুল আলিম, মাহাবুর রহমান বুলু, মজিবর রহমান, ফাইদুল ইসলাম, আবু তাঁরেক বাঁধন, সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধনকালে দিনাজপুর চেম্বার সভাপতি

কাহারোলে ইয়াবাসহ একজন আটক

পীরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরীর বিরুদ্ধে দোকান ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ

ডিজিটাল আইন বাতিলসহ সাংবাদিক হয়রানী বন্ধের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে তারেক রহমানের ঈদ উপহারসামগ্রি বিতরণ

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হৃদয়ের বন্ধনে অটুট থাকুক-বন্ধুত্বের বাঁধন এসএসসি ব্যাচ-৮৮

বোদায় ঝরে পরা শিশুদের পাঠদানে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ নামলেও কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা !