Tuesday , 22 March 2022 | [bangla_date]

পীরগঞ্জে হোপ লেটার আই সিটি প্রকল্পের সমাপনী ও সনদ বিতরণ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গুডনেইবারেস “হোপ লেটার আই সিটি” প্রকল্পের সমাপনী, শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও পার্টনারশিপ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মঙ্গবার দুপুরে গুডনেইবারস পীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে অফিস হলরুমে এই অনুষ্ঠান হয়।
এ সময় গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি’র ম্যানেজার পলাশ রনি মন্ডলের সভাপতিত্বে সমাপনী আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, গুডনেইবারস হেড অব নদার্ন এরিয়া পিটার তুহিন বৈরাগী, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন, বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম নারায়ন রায়, থুমনিয়য়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরোদ চন্দ্র রায়, শিক্ষার্থী তহিদুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার, সংস্থার ইসিটি ট্রেইনার মিন্টু মিয়া প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত