Tuesday , 29 March 2022 | [bangla_date]

বীরগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে গলায় রশি পৌঁচিয়ে শিল্পী (২০) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। শিল্পী উপজেলার মরিচা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিবনাথের ডাঙ্গা গ্রামের ভ্যান চালক মোঃ মোতালেব এর ছেলে হাসান আলীর স্ত্রী। এঘটনার সত্যতা নিশ্চিত করে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, সোমবার (২৮ মার্চ-২০২২) বিকেলে সবার অগোচরে শয়ন ঘরে গলায় রশি পৌঁচিয়ে আত্মহত্যা করেন শিল্পী। পারিবারিক সূত্র জানা গেছে, সাত বছর পূর্বে রাণীবন্দর এলাকার এনদাদুল হক এর কন্যা শিল্পর সাথে হাসান আলী বিবাহ বন্ধনে আবব্ধ হয়। তাদের ঘরে সিফাত নামের একটি পুত্র সন্তান রয়েছে। এঘটনায় বীরগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ সুরাতহাল করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেছেন। তবে শিল্পীর মৃত্যুর কারণ জানা যায়নি। এব্যাপারে এসআই আনোয়ার হোসেন জানান,লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও