Wednesday , 30 March 2022 | [bangla_date]

রাণীশংকৈলে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সল্মেলন( বুধবার ৩০ মার্চ) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্নাফ হোসেন বাবুর সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্র সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আবদুস সালাম।
অনুষ্ঠানের উদ্বোধক জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপলো। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু। বিশেষ বক্তা জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগ সহ- সভাপতি সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা,উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, জেলা আ.লীগ সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আ.লীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গোলাম দোস্তেগীর বিপ্লব প্রমুখ।
এছাড়াও উপজেলা সেচ্ছাসেবক লীগ’ উপজেলা আ.লীগ জেলা আ.লীগ ও তাঁর অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা।
অপরদিকে দ্বিতীয় অধিবেশন রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। কমিটি গঠনে প্রার্থীদের সমঝোতা নাহওয়ায় সভা মূলতবি করেন । আগামী ১ সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ৩টি গাছকাটার কারণে ,গাছ আটকের পর জমা করেছেন ইউনিয়ন পরিষদে

পীরগঞ্জে ভূমিহীনদের উপর অত্যাচার-নিপীড়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

খোঁজ নিতে ঈদ উপহার নিয়ে বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে ঠাকুরগাঁওয়ের ডিসি

চিরিরবন্দরে গণকবরগুলো আজও অরক্ষিত বেদনাভিদুর দিনের কথা বললেন গনকবর খননকারীরা

সেতাবগঞ্জ ব্যাডমিন্টন গ্রুপ আয়োজিত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা

১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে এদেশে কেউ সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে পারবে না ——-নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

দ্বিতীয় দিনের মত হাকিমপুর ও ঘোড়াঘাটে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের ক্লাস বর্জন

কাহারোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্ত্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

পঞ্চগড়ে তিন ফিলিং স্টেশনকে ৫৪ হাজার টাকা জরিমানা