Saturday , 5 March 2022 | [bangla_date]

রানীশংকৈলে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈলে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাল ডাল তৈলসহ দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার উপজেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পলাশ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দর চৌরাস্তায় পৌছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত এক সমাবেশ করে বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি নেতা আলিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বকুল মজুমদার প্রমূখ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, শান্তিপূর্ণ একটি মিছিল সেটিও পুলিশ দিয়ে বাধা দেয় -আমরা থেমে থাকবো না। যেখানেই বাঁধা সেখানেই বসে এখন থেকে সভা সমাবেশ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত