Thursday , 3 March 2022 | [bangla_date]

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সফিকুল ইসলাম শিল্পী , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ।
এ উপলক্ষে বুধবার (২ মার্চ) রাতে পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। আরো অতিথি হিসাবে বক্তব্য দেন সাবেক সাংসদ ও অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক ইয়াসিন আলী, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইসচেয়াম্যান শেফালি বেগম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

১৯৭১ সালের অগ্নীঝরা মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, অবদান নিয়ে উপস্থিত বক্তারা আলোচনা করেন।
এসময় মুক্তিযুদ্ধ চলাকালীন জীবন বাজি রেখে যুদ্ধ করা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।

ইউএনও তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের জীবন কাহিনী নিয়ে শীঘ্রই একটি বই প্রকাশের কথা জানান।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতনের) আহবায়ক কুসমত আলী, আ’লীগ নেতা কামাল হোসেন (ভিপি), সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ‘কালের কন্ঠ ‘প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক হুমায়ুন কবির ডেইলি সান প্রতিনিধিহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও অন্যান্য মাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, চেয়ারম্যান হান্নান শেখ

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন

ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস !

পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

ড্যাব উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে রমজান উপলক্ষে আব্রুয়ান ফাউন্ডেশনের বিভিন্ন সামগ্রী বিতরণ

৭ জানুয়ারি দেশে কোন নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে-রাশেদ প্রধান

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

ঠাকুরগাঁওয়ে স্বপ্ন থেকেই সফল উদ্যোক্তা— সেতু

বোচাগঞ্জে ঝড়েপড়া শিক্ষার্থীরোধে বেসরকারী এনজিও “আশার” উদ্দ্যোগে শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা