Thursday , 21 April 2022 | [bangla_date]

আটোয়ারীতে মইনুল হত্যাকান্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মোঃ মইনুল হক-এর হত্যাকান্ডের বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। বুধবার (২০ এপ্রিল) বিকেলে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, নিহত মইনুল হকের ছোট ভাই মোঃ জলিল উদ্দীন। তিনি বলেন, পুর্ব শত্রুতার জের ধরে গত ১১ এপ্রিল ২০২২ সকালে শিকটিহাড়ী – মির্জাপুর যাওয়ার কাঁচা রাস্তা সংলগ্ন দানাবীর কবরস্থানের পুকুরপাড়ের দক্ষিণ পূর্ব কোণে আব্দুল করিমের বোপনকৃত পাটক্ষেতে আমার বড়ভাই আনোয়ারকে একা পাইয়া আসামী আনিছুর রহমান (৩৮), আনোয়ার হোসেন (৪২), আকিবুল (৩২) পিতা আবুল করিম, মাসুদ রানা (মাসাফ)(৩৫), মশিউর রহমান(৩২) পিতা আব্দুস সাত্তার, আব্দুল করিম(৬০), আব্দুর রহিম (৫৭) পিতা পেশু মোহাম্মদ, লাকী বেগম(৩২)স্বামী আনিছুর রহমান, পারভীন বেগম (৩৬) স্বামী আনোয়ার হোসেন, আকলিমা খাতুন (৫৫) স্বামী আব্দুল করিম, নাসিমা(৫২) স্বামী আব্দুর রহিম, সর্বসাং দানাবীর উপজেলা আটোয়ারী জেলা পঞ্চগড় গণ মারপিট করে। সংবাদ পেয়ে মেঝো ভাই মোঃ মইনুল হক তার ব্যবহৃত হিরো প্যাশন প্রো মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে যায়। এরই মধ্যে উল্লেখিত আসামীরা তাদের হাতে থাকা লোহার রডও বাঁশের লাঠি দ্বারা আমার বড় ভাই আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে এলাপাথারী মারপিট করিয়া গুরুতর জখম করিলে সে মাটিতে পড়িয়া যায়। তখন আমার মেঝো ভাই মইনুল হক বড় ভাইকে রক্ষার চেষ্টা করলে সকল আসামীগণ তাকে ঘিরিয়া ধরে মারপিটসহ কামড়িয়ে রক্তাক্ত জখম করে। সে সময় জীবন রক্ষার্থে মেঝো ভাই মইনুল হক ও বড় ভাই আনোয়ার হোসেন কৌশলে আসামীদের নিকট হতে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় আসামীরা লোহার রড ও বাঁশের লাঠি হাতে নিয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ঘটনাস্থল হতে প্রায় ৪০০গজ পশ্চিমে শিকটিহাড়ী রোডের দক্ষিণ পার্শ্বে একটি পাট ক্ষেতে মোটর সাইকেল সহ লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন সেখান থেকে আমার দুই ভাইকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আমার মেঝো ভাই মইনুল হককে মৃত ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মেঝো ভাই মইনুল হকের লাশের রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশ মর্গে প্রেরণ করেন। নিহত মইনুল হক একজন পুলিশ সদস্য বলে তিনি উল্লেখ করেন। ওই দিনেই মইনুল হকের স্ত্রী মোছাঃ মর্জিনা পারভীন বাদী হয়ে ১১ জনকে আসামী করে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৫/৪৪, তারিখ: ১১/০৪/২০২২। পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল আসামীদের গ্রেফতার সহ সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে নিহত মইনুল হকের বড় ছেলে মেহেদী হাসান, মইনুলের বড় ভাই আনোয়ার হোসেন, পরিবারের অন্যান্য সদস্যগণ সহ উপজেলার দুথটি প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। নিহত মইনুল হক উপজেলার ধামোর ইউনিয়নের দানাবীর গ্রামের মৃত আব্দুল ওহাব এর দ্বিতীয় পুত্র।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় হাট-বাজারে মিলছে ১ মিনিটেই ট্রেড লাইসেন্স সেবা

বীরগঞ্জে প্রকৃত জমি মালিক হয়েও মামলা- হামলায় দিশাহারা মোহাম্মদ আলীর পরিবার

দিনাজপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিজ্ঞান মনস্ক জাতি গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে

বীরগঞ্জে প্রচন্ড তাপদাহে কচি তালের শাঁসের চাহিদা বেড়েছে

বালিয়াডাঙ্গীতে ভোট গ্রহণ শেষে কেন্দ্রে সংর্ঘষে পুলিশসহ আহত ১৫ জন

রাণীশংকৈলে পৌরসভার দরপত্রটি বাতিলের অভিযোগ

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

বোদায় করতোয়া নদীর স্রোতে সনাতন ধর্মালম্বীদের বারুনী গঙ্গা স্নান ও বারুনী মেলা

খানসামায় ভোটেরযুদ্ধে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ঠাকুরগাঁওয়ে ঘর নির্মাণ কাজে বাধাঁ