Sunday , 17 April 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ইটভাটার গ্যাসে পুড়ে গেছে ৬০ বিঘা বোরো ধানের ক্ষতি

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মাতৃগাও গ্রামে ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে ৬০ বিঘা জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। এতে গ্রামের অর্ধ শতাধিক কৃষক দিশেহারা হয়ে পরেছে। কৃষকেরদের অভিযোগ, ঐ এলাকার কৃষি জমিতে মাহিন বিক্রস নামে ইটভাটার বিষাক্ত গ্যাসে তাদের ফসল নষ্ট হয়েছে। ইটভাটার কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ফসলের ক্ষতি হয়েছে। ভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবি করেছে স্থানীয় কৃষকেরা।
কৃষক সুজন ইসলাম বলেন,আমরা কৃষক মানুষ। পরিবারের একমাত্র আয়ের উৎস কৃষি৷ অনেক কষ্ট করে এই জমিতে ধান চাষ করেছিলাম। এখন ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্ট হয়ে গেল। পথে বসা ছাড়া এখন আর আমাদের কিছু করার নেই৷ কৃষক জহিরুল ইসলাম বলেন, কয়েকদিন আগেও আমাদের জমির ধানক্ষেতগুলো ভাল ছিল। এখন ধীরে ধীরে সবগুলো পুড়ে যাচ্ছে।পাশের মাহিম ইটভাটার গ্যাস ছাড়ার পর আজকে আমার সব শেষ হয়ে গেল। অন্যের বাড়িতে দিনমজুরি কাজ করে জমিটাতে আবাদ করেছি। এখন আর কিছু রইলো না আমাদের। অনতিবিলম্বে এর ক্ষতিপূরণ চাই আমি৷ স্থানীয় মোমেনা আক্তার বলেন, আমরা স্বামী-স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে এই জমিতে ধান রোপন করেছি। সব ধান ক্ষেত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের গাছগুলো রাস্তার বনগুলো পুরে ছাই হয়ে যাচ্ছে। আমরা এখন কিভাবে পরিবার চালাব এই কূল-কিনারা খুঁজে পাচ্ছিনা৷ কৃষক ঘিনু আলী বলেন, সামনে আমার মেয়ের বিয়ে দিব৷ আমি পেশায় একজন কৃষক। কৃষি ছাড়া আর কোন আয়ের উৎস নেই আমাদের পরিবারের৷ আমাদের কথা কেউ শুনছেনা৷ কৃষকের কষ্ট দেখার মত কেউ নেই৷ কি হবে আমাদের। আমাদের সব ফসলের ক্ষেত ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য বাহাদুর রায় বলেন, বিষয়টি আমরা সরেজমিনে গিয়ে দেখেছি। ইটভাটার মালিকের সাথে কথা হয়েছে। যদি প্রমাণিত হয় ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষেত পুড়ে গেছে। তাহলে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। মাহিন বিক্রসের ম্যানেজার রাজু বলেন, কৃষকেরা আমাদের কাছে এসেছিলেন৷ যদি কৃষি অফিস বা কৃষকেরা প্রমাণ করতে পারেন আমাদের ইট ভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষেত পুড়ে গেছে৷ তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে -হুইপ ইকবালুর রহিম

তেঁতুলিয়ায় দুটি মোবাইলের দোকানে চুরি, আটক-১

১ আগস্ট দেশের তিন জেলায় বিদ্যুৎ থাকবে না

১ আগস্ট দেশের তিন জেলায় বিদ্যুৎ থাকবে না

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল

বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু সাংবাদিকতার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি করতোয়ার পাড়ে এখনও নিখোঁজদের খুজে ফিরছেন স্বজনরা

ভাসমান’ ট্রেনের পরীক্ষা চালাল চীন! ঘণ্টায় গতি ৬২০ কি.মি

আটায়ারীত অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

খানসামায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড

বোচাগঞ্জে প্রাণ কোম্পানির উদ্দ্যোগে অত্যাধুিনক মেশিনের সাহায্যে বোরো ধান রোপন উদ্বোধন