মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু, নিখোঁজ– ১।
খবর পেয়ে ডুবে যাওয়া শিশুদের উদ্ধারে আসে ফায়ার সার্ভিসের একটি দল। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার টাঙ্গন নদীতে ডুবে মাসুম (১২) ও জাহিদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাওন (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল।মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান কহরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও মাসুম একই গ্রামের মুনছুর আলীর ছেলে। তবে নিখোঁজ শাওনের বাবার নাম জানা যায়নি। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন এসব তথ্য জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, পাঁচ থেকে সাতজন শিশু বিকেলে নদীতে গোসল করতে নামে। এ সময় ডুবে যায় মাসুম, জাহিদ ও শাওন। বাকিরা তীরে উঠে চিৎকার শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় মাসুম ও জাহিদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
















