Wednesday , 6 April 2022 | [bangla_date]

বীরগঞ্জে একটি ভেড়ার খামারে একদল কুকুরের হামলায় সাতটি ভেড়ার মৃত্যু হয়েছে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পল্লীতে একদল কুকুরের হামলায় খামারের ৭টি ভেড়া মারা গেছে। মঙ্গলবার (৫ এপ্রিল -২০২২) বিকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট গ্রামের বকুল চন্দ্র রায়ের খামারে এ ঘটনা ঘটে।

খামার মালিক মৃত কমলা কান্ত রায়ের ছেলে বকুল চন্দ্র রায় জানান, বাড়ির পাশে নিজ পুকুর পাড়ে একটি ভেড়ার খামার গড়ে তোলেন তিনি। প্রতিদিনের মতো খামার ভেড়াগুলোকে খাবার দেওয়া হয়। মঙ্গলবার বিকালে হঠাৎ করে একদল কুকুর ভেড়ার খামারে হামলা চালায়। খামার থেকে ভেড়ার চিৎকারে বের হয়ে দেখেন ৮ থেকে ১০টি কুকুর তার ভেড়াগুলোকে ঘিরে ধরে কামড়াচ্ছে। এতে খামারে ৭টি ভেড়া মারা যায়। এ ঘটনায় আরও ৫টি ভেড়া জখম হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। সব মিলিয়ে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ঘটনার পর এলাকায় কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। উচ্চ আদালতের নির্দেশনা থাকার কারণে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে জনগণের জানমাল রক্ষার্থে কুকুরের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পৌরশহরসহ উপজেলার ১১টি ইউনিয়নের হাট-বাজার সমূহে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। এসব কুকুরের আক্রমণ করছে মানুষসহ বিভিন্ন গবাদিপশুকে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। দুই বছর আগেও দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা শহরে বেওয়ারিশ কুকুর নিধন করা হতো। কিন্তু প্রাণী হত্যার বিষয়টি মানবতা পরিপন্থী হওয়ায় এখন কুকুর নিধন বন্ধ রয়েছে। অসুস্থ ও বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। এই ভ্যাকসিন দেওয়া হলে বিষক্রিয়া হারাবে কুকুর, পাশাপাশি প্রজনন ক্ষমতা হ্রাস পাবে বলে বিশেষজ্ঞরা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারীকে উত্যক্ত করার অপরাধে যুবকের কারাদণ্ড

পঞ্চগড়ে ডিম নিয়ে নৈরাজ্য কাটছে না রাস্তার ব্যবধান বাড়লেই বাড়ে দামের ব্যবধান

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের  ব্যবসায়ীদের বৈঠক

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক

পীরগঞ্জ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

জামিন মেলেনি পরীমণির, কারাগারে পাঠানোর নির্দেশ

পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করে দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে —- রাণীশংকৈলে ইউএনও

বোদায় আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বোদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পঞ্চগড়ে চা চাষী সম্মেলন ও দিনব্যাপী মিলনমেলা