Saturday , 28 May 2022 | [bangla_date]

বীরগঞ্জে ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের বৃক্ষ রোপন কর্মসূচী

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিবাদ্যকে সামনে রেখে ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের পক্ষে থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৭ মে-২০২২) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের সকল সদস্যরা একত্রিত হয়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে । এসময় কুতুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজির ইসলাম, কুতুলপুর ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের দলের লিডার শাহানাজ পারভীন, ম্যানেজিং কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানিয়েছেন দলের সকল সদস্যরা ও তার সাথে কুতুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের উদ্দেশ্যে বলেন, এধরণের কাজ সকলকে মুগ্ধ করে। এ কাজের দ্বারা আমরা পরিবেশ সুন্দর ও আলোকিত করতে পারবো । শিশুদের সমাজের জন্য এধনের কাজ দেখে এলাকাবাসী সকলেই প্রশংসা করেছেন। এরং ইমপ্যাক্ট প্লাস শাপলা দলের সকল সদস্যরা জানান, তারা পিছিয়ে পড়া শিশু ও সমাজের জন্য অনেক কিছু করতে চায় । করোনা আমাদের বুঝিয়ে দিয়েছেন যে গাছ আমাদের কতটা আপন । গাছ আমাদের পরম বন্ধু । । নিজের অক্সিজেনের জন্য গাছ লাগাবো। অক্সিজেনের প্রয়োজনীয়তা করোনা মহামারীতে হাড়ে হাড়ে টের পেয়েছি আমরা। অক্সিজেনের অভাবে কত প্রাণ ঝরে গেল নিমিষেই। সিলিন্ডারের অক্সিজেনে রোগীর প্রাণ বাঁচে। প্রকৃতিতে এই অক্সিজেন আমাদের জোগায় সামুদ্রিক শৈবাল, জলজ গুল্ম আর গাছেরা। প্রতি মিনিটে পূর্ণবয়ষ্ক কোন মানুষ প্রায় ৮ লিটার বাতাস নেয়, দিনে প্রায় ১১ হাজার লিটার বাতাস দরকার মানুষের। একটি বড় গাছ প্রায় চারজন মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করতে পারে। খাদ্য ছাড়া পানি ছাড়াবাঁচা যায়। কিন্তু অক্সিজেন ছাড়া তিন মিনিটের বেশি সম্ভব না। বিনামূল্যে অক্সিজেনের এই জোগানদার গাছের প্রতি কোন বিশেষ গুরুত্ব বা উপলব্ধি কী তৈরি হয়েছে? আমরা কতজন নিজের অক্সিজেনের জন্য প্রয়োজনীয় গাছ বুনেছি বা কোন গাছ রক্ষায় সোচ্চার হয়েছি।
মানুর নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচী সফল ভাবে করা হয়েছে। শুধু তাই নয়, বৃক্ষ রোপণ কর্মসূচির পাশাপাশি ইমপ্যাক্ট প্লাস শাপলা দল পাখিদের নিরাপদ প্রজন্মকেন্দ্র ও অভয়াশ্রমের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বেঁধে দেন মোহনপুর ইউনিয়নের বড়হাট ইমপ্যাক্ট প্লাস বকুল দল । বৃহস্পতিবার বিকেলে ইমপ্যাক্ট প্লাস গ্রুপের সদস্যরা মিলে বড়হাট শিশু পার্ক ভিতরে থাকা গাছে গাছে হাঁড়ি বাঁধেন। এ সময় ইমপ্যাক্ট প্লাস জবা দলের সহায়ক জাহাঙ্গীর আলম ও দলের সকল সদস্যরা এবং বকুল দলের দল লিডার মহাদেব রায় ও মিতু রানী সকলকে পাখিদের রক্ষায় অন্যদের এগিয়ে আসার জন্য আহ্বান করছি।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ভিডবিøউবি’র কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন

অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দিনাজপুরে অসহায় নারীর সংবাদ সম্মেলন

অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে দিনাজপুরে অসহায় নারীর সংবাদ সম্মেলন

সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তির লটারি অনুষ্ঠিত

রাণীশংকৈলে নববধূদের ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব,

দিনাজপুরে ডা: বখতিয়ার রহমান নাজমুলকে অপহরণ করার অভিযোগে সংবাদ সম্মেলন

কাহারোলে বাস চাপায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত

বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মানববন্ধন

তেঁতুলিয়ায় কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে বাড়ছে আস্থা ৬ বছরে ৬শ স্বাভাবিক সন্তান প্রসবে লিলির রেকর্ড

বীরগঞ্জে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিরামপুরে ৮ মাসের শিশু কোলে নিয়ে মায়ের দেয়াল লিখন