Thursday , 9 June 2022 | [bangla_date]

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অধিকাংশ সময় অফিসে অনুপস্থিত থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।
গত ২ জুন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি বোরহান উদ্দিনকে জানানো হয়। পত্র পাওয়ার তিন দিনের মধ্যে জবাব চাওয়া হলেও এখন পর্যন্ত তিনি জবাব দেননি।
নোটিশে বলা হয়েছে, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অধিকাংশ সময় বিরতিহীনভাবে অফিসে অনুপস্থিত থাকেন বোরহান উদ্দিন। তার অনুপস্থিতির কারণে উপজেলার শিক্ষাব্যবস্থা পরিদর্শনের অভাবে শিক্ষার গুণগত মান ব্যাহত হচ্ছে। দায়িত্ব অবহেলার কারণে তাকে ইতোপূর্বে চারটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া সঠিক সময়ে তার উপজেলার কোনও তথ্য পাওয়া যায় না, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা আচরণের পরিপন্থী। ইতোপূর্বে তাকে মৌখিক ও পত্রের মাধ্যমে বারবার সতর্ক করা সত্তে¡ও কোনও পরিবর্তন হয়নি। মোবাইলফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।’
দিনাজপুর জেলা অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘বোরহান উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অফিসে অনুপস্থিত থাকাসহ নানা অভিযোগ রয়েছে। তাকে ইতোপূর্বেও চারটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠানো হয়েছিল। সম্প্রতি আবারও নতুন করে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব চাওয়া হলেও এখনও জবাব দেননি। জবাব দিলে সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশ রুপান্তরের ২ বছর পূর্তি ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের মিলন মেলা

হরিপুর উপজেলা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বোচাগঞ্জে গুডনেইবারস্ এর উদ্যোগে পিএসএম সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

আইনশৃংখলা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

বন্ধুত্বের দায়বদ্ধতায় সিগনেচার ৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুণামেন্টের উদ্বোধন

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে এমডি শ্রেণীকৃত ও অবলপনকৃত ঋণ আদায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে

রাণীশংকৈল ভুমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে খারিজ বাণিজ্যের অভিযোগ