Thursday , 9 June 2022 | [bangla_date]

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অধিকাংশ সময় অফিসে অনুপস্থিত থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।
গত ২ জুন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি বোরহান উদ্দিনকে জানানো হয়। পত্র পাওয়ার তিন দিনের মধ্যে জবাব চাওয়া হলেও এখন পর্যন্ত তিনি জবাব দেননি।
নোটিশে বলা হয়েছে, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অধিকাংশ সময় বিরতিহীনভাবে অফিসে অনুপস্থিত থাকেন বোরহান উদ্দিন। তার অনুপস্থিতির কারণে উপজেলার শিক্ষাব্যবস্থা পরিদর্শনের অভাবে শিক্ষার গুণগত মান ব্যাহত হচ্ছে। দায়িত্ব অবহেলার কারণে তাকে ইতোপূর্বে চারটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া সঠিক সময়ে তার উপজেলার কোনও তথ্য পাওয়া যায় না, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা আচরণের পরিপন্থী। ইতোপূর্বে তাকে মৌখিক ও পত্রের মাধ্যমে বারবার সতর্ক করা সত্তে¡ও কোনও পরিবর্তন হয়নি। মোবাইলফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।’
দিনাজপুর জেলা অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘বোরহান উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অফিসে অনুপস্থিত থাকাসহ নানা অভিযোগ রয়েছে। তাকে ইতোপূর্বেও চারটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠানো হয়েছিল। সম্প্রতি আবারও নতুন করে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব চাওয়া হলেও এখনও জবাব দেননি। জবাব দিলে সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

রাণীশংকৈলে ব্যাংকের ৪২তম উপ-শাখা উদ্বোধন

দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

জাতিসংঘের গুরুত্বপূর্ণ ৩ সংস্থার নির্বাচনে বাংলাদেশের বিজয়

পীরগঞ্জে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ের মায়ের ইন্তেকাল

পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সুস্থ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা দেশ পরিচালনার কর্ণধার হবে

সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছরের সাজা বহাল