Tuesday , 14 June 2022 | [bangla_date]

কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি|| দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমার মনে প্রানে ইচ্ছা ছিল ঐতিহাসিক কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা তা বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে এই মন্দির এবং মন্দির সংলগ্ন পর্যটন এলাকা দেখতে পর্যটকদের ভীড় বেড়েছে। তিনি বলেন, আজ দেশের যে উন্নয়ন এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন সকল কিছু সম্ভব হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় আসিন বলে। তার দূরদর্শিতার কারণে মানুষ আজ উন্নয়নের সুফল ভোগ করছে। আজও কান্তনগর কাহারোল রাস্তায় প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয় সড়ক সম্প্রসারণ করা হয়েছে। ৮০ লক্ষ টাকা ব্যয়ে শ্রীশ্রী কান্তজিউর রাসবেদী নির্মাণ করা হলো। মানুষের দুঃখ লাঘব করার নিমিত্তে কাহারোল সেতু নির্মাণ করে দিয়েছেন এবং সম্প্রতি কারণ এর আরেকটি প্রত্যাশা পরমেশ্বর ঘাটে সেতু নির্মিত হতে যাচ্ছে। সবমিলিয়ে শেখ হাসিনা মানে উন্নয়ন শেখ হাসিনা মানে অগ্রগতি শেখ হাসিনা মানে সমৃদ্ধি।
সোমবার (১৩ জুন ২০২২) বিকেলে এলজিইডি বাস্তবায়নে দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল কান্তজী মোড় হতে উপজেলা হেডকোয়াটার ভায়া শ্রীশ্রী কান্তজীউ মন্দিরের সড়ক ও শ্রীশ্রী কান্তজীউ মন্দিরের রাসবেদীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এফ এম খায়রুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুড কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রাজদেবোত্তর এস্টেট এর সদস্য বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডি সি রায়,কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

পর্যটক মুখর তেঁতুলিয়া আবাসিকে মিলছে না রুম, তাবু টানিয়ে রাত যাপন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর টাকার অভাবে ব্রেন টিউমার আক্রান্ত চিকিৎসা হচ্ছে না বাবলুর !

দিনাজপুর বড়মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা ১৯ জুলাই

বালিয়াডাঙ্গীতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারু আটক

গনপ্রতিনিধিত্ব আদেশ বাতিলের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সেতাবগঞ্জ চিনিকল রক্ষায় আহŸায়ক কমিটি গঠন

বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নে প্রতিপক্ষের পৃথক হামলায় ২জন

প্রতিবন্ধী এক যুবতীকে গণধর্ষণ প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুজনকে ধরে পুলিশে সোপর্দ

খানসামার প্রতিবন্ধী জাহানুরকে এইড আ্যপিল অস্ট্রেলিয়ার দোকান উপহার