Wednesday , 15 June 2022 | [bangla_date]

চাঁদা তুলে সড়ক সংস্কার কাজ করা হচ্ছে যেখানে

হাকিমপুর সংবাদদাতা \ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে চাঁদা আদায় করে সড়কের সংস্কার কাজ চলছে। ইজিবাইক সমিতির কয়েকজন সদস্য এই খানাখন্দে ভরা সড়কটির সংস্কার করছেন।
সোমবার বিকালে উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, বোয়ালদাড় বাজারের সড়কটির বেহাল দশা। ইউনিয়ন পরিষদ থেকে বাজার পর্যন্ত খানাখন্দে ভরা এই সড়কটি। এটি একটি ব্যস্ততম সড়ক।
গত কয়েকদিন আগে বাজারের পূর্বে শেষের সড়কের স্থানে গভীর খাদের সৃষ্টি হয়। অনুপযোগী হয়ে উঠে সড়কটিতে চলাচলের ছোট-বড় সব যানবাহনসহ পথচারীদের। বিশেষ করে বিপাকে পড়েন এ সড়ক দিয়ে যাতায়াত করা সব অটো ইজিবাইক চালকরা। তারা যাত্রীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি এ সড়ক সংস্কারের। পরে ইজিবাইক সমিতির কয়েকজন চালক নিজ উদ্যোগে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সব যানবাহন থেকে চাঁদা তুলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করছেন।
ইজিবাইক চালক এখলাস হোসেন জানান, হিলি থেকে দলারদর্গা পর্যন্ত এই সড়কে আমরা অটো ইজিবাইক চালায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট-বড় গাড়ি যাতায়াত করে থাকে। বোয়ালদাড় বাজারে এখানে সড়কটির কয়েকটি স্থানে ভেঙে গেছে। কয়েক দিন যাবত এই স্থানে দিয়ে সব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানকার স্থানীয় বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন মাসখানেক আগে ৫০০ ইট দিয়েছি, বিষয়টি পরে দেখা হবে। আমরা গরিব মানুষ পরে কবে সড়কের সংস্কার করবেন তিনি। নিরুপায় হয়ে আমরা নিজেরাই ইটভাটা থেকে আদলা ইট নিয়ে এসে খানাখন্দগুলো ভরাট করছি। প্রায় ১১ হাজার টাকার উপরে খরচ হয়েছে। তাই বিভিন্ন যানবাহনের কাছ থেকে ১০-২০ টাকা করে তুলছি।
হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, ২০ থেকে ২৫ দিন আগে সড়কটি সংস্কারের জন্য ৫০০ ইট দিয়েছিলাম। পরে বিষয়টি দেখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অনাহার-অর্ধাহারে চলছে মৃৎশিল্পীদের জীবন

ভিক্ষা করে জীবন চালাচ্ছে বীরগঞ্জের বীরাঙ্গনা সুভা রানী

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযায় হাজারো মানুষের ঢল

রাণীশংকৈলে যে কলেজে একজনও পাশ করেনি সে কলেজে এখন গম চাষ

বীরগঞ্জের মাটিতে বিশ্বের সবধরনের কৃষি পণ্য ফলানো সম্ভব কৃষিমন্ত্রী

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ’র মৃত্যু, ট্রাক আটক

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আগাম আমন ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষকদের

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁওয়ে আগাম তরমুজের দাম ক্রেতার সাধ্যের বাইরে বিক্রি হচ্ছে

বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা