দিনাজপুর প্রতিনিধি \ শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার মান ,ছাত্র-ছাত্রীদের মনোযোগ ও পড়ালেখার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে দিনাজপুর উপশহরস্থ জাগরনী আদর্শ শিক্ষালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাগরনী সংঘ ও গ্রন্থাগার কতৃক পরিচালিত জাগরণী আদর্শ শিক্ষালয়ে ১৬ জুন বৃহস্পতিবার সকালে শিক্ষালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো মতিয়ার রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জাগরণী সংঘ ও গ্রন্থাগারের সভাপতি এ্যাড মো খালেকুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মো আহসানুজ্জামান চঞ্চল, স্কুল পরিচালনা পর্ষদের সহ সভাপতি সৈয়দ মোশাররফ আলী শাহ ফকির,ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো রেজাউল ইসলাম প্রমুখ।
অভিভাবক সমাবেশ শুরুর পূর্বে শিক্ষার্থীদের বিজ্ঞানের আলোকে ভাইরাস সচেতনতা ও শিক্ষামুলক ম্যাজিক প্রদর্শনী করেন প্রিন্স মাহমুদ।