Sunday , 5 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ফিল্মী স্টাইলে কার থেকে নেমে প্রতিপক্ষের ঘরে দিলো আগুন; বাবা সহ ২ ছেলে আটক

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ভাই-ভাইয়ের জমির বিরোধে ফিল্মী স্টাইলে বাবা ও দুই সন্তান মিলে কারে করে বড় ভাইয়ের বাড়ীতে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় ভাই এসাদুল্লাহর একটি ঘর সম্পুর্ণরূপে ভস্মিভূত হয়। পরে ৯৯৯-এ কল দিলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে ইব্রাহিম মাস্টার, হাজ্জাদ বিন ইব্রাহিম ও সাজ্জাদ বিন ইব্রাহিম নামে তিনজনকে আটক করে।সেই সাথে জব্দ করা হয় সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-১৭-৩৪৬৫ রেজিঃ নম্বরের লাল রঙের একটি প্রাইভেট কার। ৪ জুন শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ঐ এলাকার এসাদুল্লাহ ও তার ছোট ভাই ইব্রাহিম মাস্টারের মধ্যে পৈতৃক জমির বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে ছোট ভাই ইব্রাহিম ও তার দুই ছেলে হাজ্জাজ ও সাজ্জাদ প্রাইভেট কারে করে বড় ভাই এসাদুল্লাহর বাসায় গিয়ে একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় এসাদুল্লাহ এ কাজে বাঁধা প্রদান করতে গেলে তাকে তার দুই ভাইস্তা মারধর করে। পরে ৯৯৯- এ কল করলে ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাবা ও দুই ছেলেকে আটক সহ তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে। হাসপাতালে চিকিৎসাধীন এসাদুল্লাহ জানান, আমার ছোট ভাই পুর্ব পরিকল্পিতভাবে আমার ঘরে আগুন দেয় এবং আমাকে মারধর করে।
এ ঘটনায় ন্যায় বিচারের আশায় আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। এ বিষয়ে আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান, ভাই-ভাইয়ের জমির বিরোধে ইব্রাহিম মাস্টার তার বড় ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে-ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বাবা ও তার দুই ছেলেসহ একটি প্রাইভেট কার থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে। এদিকে এ রিপোর্ট লিখা অব্দি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন

ঠাকুরগাঁওয়ে দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে- সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক-আমিনুল

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চড়কসহ গ্রামীণ মেলা অনুষ্ঠিত

১০তম ৭নং ওর্য়াড কাউন্সিলর কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান

পীরগঞ্জে শালবনে আগুন আইনগত ব্যবস্থা নিতে বন বিভাগের গড়িমসি

ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রয়াত ৩ সদস্যের মাগফেরাত ও করোনা থেকে মুক্তি কামনায় দোয়া মাহফিল

কাহারোলে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস !

এমপি গোপালের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবাল টাইগাররা