Sunday , 5 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ফিল্মী স্টাইলে কার থেকে নেমে প্রতিপক্ষের ঘরে দিলো আগুন; বাবা সহ ২ ছেলে আটক

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ভাই-ভাইয়ের জমির বিরোধে ফিল্মী স্টাইলে বাবা ও দুই সন্তান মিলে কারে করে বড় ভাইয়ের বাড়ীতে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় ভাই এসাদুল্লাহর একটি ঘর সম্পুর্ণরূপে ভস্মিভূত হয়। পরে ৯৯৯-এ কল দিলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে ইব্রাহিম মাস্টার, হাজ্জাদ বিন ইব্রাহিম ও সাজ্জাদ বিন ইব্রাহিম নামে তিনজনকে আটক করে।সেই সাথে জব্দ করা হয় সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-১৭-৩৪৬৫ রেজিঃ নম্বরের লাল রঙের একটি প্রাইভেট কার। ৪ জুন শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ঐ এলাকার এসাদুল্লাহ ও তার ছোট ভাই ইব্রাহিম মাস্টারের মধ্যে পৈতৃক জমির বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে ছোট ভাই ইব্রাহিম ও তার দুই ছেলে হাজ্জাজ ও সাজ্জাদ প্রাইভেট কারে করে বড় ভাই এসাদুল্লাহর বাসায় গিয়ে একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় এসাদুল্লাহ এ কাজে বাঁধা প্রদান করতে গেলে তাকে তার দুই ভাইস্তা মারধর করে। পরে ৯৯৯- এ কল করলে ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাবা ও দুই ছেলেকে আটক সহ তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে। হাসপাতালে চিকিৎসাধীন এসাদুল্লাহ জানান, আমার ছোট ভাই পুর্ব পরিকল্পিতভাবে আমার ঘরে আগুন দেয় এবং আমাকে মারধর করে।
এ ঘটনায় ন্যায় বিচারের আশায় আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। এ বিষয়ে আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান, ভাই-ভাইয়ের জমির বিরোধে ইব্রাহিম মাস্টার তার বড় ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে-ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এসময় পুলিশ ঘটনাস্থল থেকে বাবা ও তার দুই ছেলেসহ একটি প্রাইভেট কার থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে। এদিকে এ রিপোর্ট লিখা অব্দি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পল্লীশ্রীর দিনব্যপী ফ্রি (গাইনী ও মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

সাউন্ডবাংলা ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে কাল প্রতিক বরাদ্দ মনোনয়ন প্রত্যাহার না করে অনড় আ’লীগের-৭ বিদ্রোহী বিএনপিতে-১

স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য এফপিএবি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী’কে নবরূপীর সংবর্ধনা

হরিপুরে নির্মাণের দু’মাসেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল আশ্রয় নেয়া মানুষগুলোর দিন কাটছে আতঙ্কে।

রাণীশংকৈলে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণর

দিনাজপুরে বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সমপ্রসারণ শীর্ষক কর্মশালা

খানসামায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে উপচে পড়া ভীড়

রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু