Tuesday , 7 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মজিবর রহমান শেখ,,
৭ জুন মঙ্গলবার দীর্ঘ আড়াই বছর পর করোনার কারণে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টার দিকে প্রিজাইডিং অফিসার মোঃ মোশারফ হোসেন ( সদর উপজেলা মাধ্যমিক অফিসার) জাঁকজমক অনুষ্ঠানে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সম্পুর্ণ নিরপেক্ষ ও সততার সাথে এ ফলাফল ঘোষণা করা হলো। পাশাপাশি তিনি প্রত্যেক সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। মোট ভোটার সংখ্যা ১০৬৪ জন, তন্মধ্যে ভোট প্রদান করেছেন ৬৮২ জন।
সরাসরি ভোটে নির্বাচিত অভিভাবক সদস্য হোন ৪ জন। মোট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ৭ জন।
নির্বাচিত সদস্যরা হলেন, ১. আব্দুল খালেক ( ৩৮৪ ভোট) ২. আব্দুল মালেক (৩৮৪ভোট), উভয়ে যৌথভাবে ১ম স্থান। ৩.রেজওয়ানুল হক(২৮৯) ৪.মোঃ তাজুল ইসলাম (২৬২) ভোট পান। এদিকে দাতা সদস্য হিসেবে মোঃ দেলওয়ার হোসেন বাদল চৌধুরী নির্বাচিত হোন।
শিক্ষক প্রতিনিধি হিসেবে ১. মুক্তা রাণী ( মহিলা সদস্য) ২.মোঃ মামুন অর-রশীদ ( পুরুষ সদস্য)
৩.মোঃ আসাদুল্লাহ(পুরুষ সদস্য) অভিভাবক মহিলা সদস্য রুবা আকতার সহ উক্ত চার জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। নির্বাচিত অভিভাবক সদস্যরা যৌথভাবে বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ও ইভটিজিংয়ের ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দেন।
নির্বাচনের ফলাফলের ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আলমগীর বলেন, প্রত্যেক অভিভাবক ভোটারের রায়ের ভিত্তিতে সদস্য রা নির্বাচিত হয়েছেন এবং ভবিষ্যতে সবাইকে স্কুলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ দেলওয়ার হোসেন চৌধুরী বলেন, নির্বাচিত প্রত্যেক সদস্যকে লাল গোলাপের শুভেচ্ছা জানান, ভবিষ্যতে সবাইকে স্কুলের উন্নয়নের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে পৌর মেয়রের বাসায় আগুন, দুই যুবকের মরদেহ উদ্ধার

কাহারোলে শ্যালো মেশিনের পানি দিয়ে আগাম আমনের চারা রোপন

পুলিশ কর্মকর্তা কাইয়ুমের উদ্যোগে খানসামায় ৫৫০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর দাবী জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও হয়রানীমুলক

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে জুলাই গনহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

ভিন্ন ধর্মীয় মতাদর্শের প্রতি শ্রদ্ধাবোধ প্রত্যেকটি মানুষের ধার্মিকতার প্রমাণ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে চাল ও বস্তার টাকা আত্মসাৎ করে আত্মগোপনে খাদ্য কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি ! মোঃ মজিবর রহমান শেখ,

পীরগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত