Wednesday , 8 June 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মোঃ মজিবর রহমান শেখ,,
জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৮ জুন বুধবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ। এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা, সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিজয়ী এবং বিজীত টিমের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
ফাইনাল খেলায় (বালক) টিমে ঠাকুরগাঁও পৌরসভা টিম ১-০ গোলে রানীশংকৈল উপজেলা টিমকে পরাজিত করে। অপরদিকে (বালিকা)’য় রানীশংকৈল উপজেলা টিম ৫-০ গোলে সদর উপজেলা টি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আলতাফুর আলিম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন, ইউনুস আলী, জুয়েল ইসলাম, জয়নাল আবেদীন, আলিফ হোসেন, মো: আপেল, জাকির হোসেন। খেলা চলাকালীন হাজারও দর্শক সমাগম ঘটে। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান।
উল্লেখ্য, টুর্নামেন্টে (বালক-বালিকায়) মোট ৬টি করে টিম অংশগ্রহন করে। টিমগুলো হলো ঠাকুরগাঁও পৌরসভা টিম, সদর উপজেলা টিম, বালিয়াডাঙ্গী উপজেলা টিম, হরিপুর উপজেলা টিম, পীরগঞ্জ উপজেলা টিম ও রানীশংকৈল উপজেলা টিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ১৬০টি মন্দিরে পূজার প্রস্তুতি

ফুলবাড়ীতে তিন হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

বটতলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাবুবাস ও দীক্ষা 

কলেজছাত্র মিলন অপ’হ’রণ ও হ’ত্যা।।লোমহ’র্ষক বর্ণনা ডিবির

ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি, কাউন্সিলরকে গণধোলাই

প্রধানমন্ত্রী সারাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন-মাহমুদ আলী এমপি

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

পীরগঞ্জে আইন শৃংখলা বিষয়ক সভা

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

কৃষক সমিতির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাজার বিপনন ব্যবস্থা যদি কৃষকবান্ধব না হয় তাহলে এই অবস্থা আরও ভয়াবহ চেহারা ধারণ করবে