Wednesday , 15 June 2022 | [bangla_date]

দিনাজপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন মেয়রের

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর পৌরসভা এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
বুধবার (১৫ জুন) সকালে পৌরভবন কেন্দ্রে একজন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে পৗরসভা এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় পৌর সভার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, পৌরসভার প্রধান সহকারী মোঃ মজিবুর রহমান বাচ্চু, স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার মোমরেজ সুলতানা মালাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সারা দেশের ন্যায় দিনাজপুর পৌরসভা এলাকাসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভা এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচী পালন করা হবে। জাতীয় পুষ্টি সেবা, পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচী পালন করা হবে।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় সর্বমোট ৩ লাখ ৭৮ হাজার ২৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১২ মাস বয়সী শিশুর সংখ্যা ৪০ হাজার ৭২৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫১০ জন। ৬-১২ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে স্থায়ী, অস্থায়ী কেন্দ্র ও অতিরিক্ত কেন্দ্রসহ জেলায় ২ হাজার ৬১৪টি কেন্দ্র খোলা হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী বাস্তবায়নের জন্য স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, এফডাবিøউএ ও স্বেচ্ছাসেবী মিলে সর্বমোট ৬ হাজার ৩২জন মাঠকর্মী নিয়োজিত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় চা দিবসে কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে চা বাগান মালিক সমিতির মানববন্ধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষকরা, ক্ষোভ ঝাড়লেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, জনগনের সরকার -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা রহিমা বেগম (৭০) বছরের বৃদ্ধার মৃত্যু !

নৌকা মার্কার নির্বাচনী স্রোতে ভেসে যাচ্ছে অগ্নি সন্ত্রাসীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

দিনাজপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ নাজমা শিরিন।

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে জিংক ধানের বীজ বিতরণ