Tuesday , 28 June 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-২/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মস‚চীর আওতায় রোপা আমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রুম্মান আক্তার জানান,উপজেলার সাতটি ইউনিয়ন এবং একটি টৌর সভায়মোট ৪৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি রোপা আমন ধানের বীজ ৫কেজি,ডিএপি ১০
কেজি এমওপি ১০কেজি বিনামূল্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। কৃষি প্রণোদনার আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
সড়কে ছোট যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা
দিনাজপুরের বিরামপুর উপজেলার সড়ক-মহাসড়কে অদক্ষ চালক চালিত ছোট যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি।
বিরামপুর উপজেলার মহাসড়ক ও বিভিন্ন শাখা সড়কে রাত-দিন বেপরোয়া গতিতে চলছে ব্যাটারিচালিত ইজিবাইক, মিশুক রিকশা, ভ্যান, সিএনজি ও শ্যালোচালিত ভটভটি নামক যান। অদক্ষ চালকরা এসব পরিচালনা করায় এবং তারা কোনো নিয়মনীতি বা ট্রাফিক আইন না মানায় অহরহ ঘটছে দুর্ঘটনা।
ছোট যানবাহনের এসব দৌরাত্ম্য দেখে মনে হবে তাদের নিয়ন্ত্রণে যেন কেউ নেই। যে যার মতো করে ইচ্ছামাফিক চলাচলের কারণে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে।
গত ২৪ জুন মহাসড়কের বেলডাঙ্গায় অকারণে একটি ইজিবাইক পার্শ্ব পরিবর্তনের সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এতে মোটরসাইকেলচালক ফয়সাল হোসেন নামে এক কলেজছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়।
শহরে ও বিভিন্ন হাটবাজার এবং বিভিন্ন রুটে চলাচলকারী ইজিবাইকচালক ও মালিকদের কয়েকটি সংগঠন থাকায় তাদের সঠিক পরিসংখ্যানও পাওয়া যায় না।
তবে শহরস্থ বিরামপুর ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম জানান, তার সমিতিতে তিন শতাধিক ইজিবাইক রয়েছে। শহরের মালিকরা গ্রামাঞ্চলের অদক্ষ চালকদের নিকট যানগুলো ভাড়া দেওয়ায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

চিরিরবন্দরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত !

বোচাগঞ্জে তারুণ্যো উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে উপজেলা প্রশাসন

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ-ত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পার্বতীপুরে রেলের রানিং স্টাফদের অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

হরিপুরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ডিসির কম্বল বিতরণ

কাহারোলে আমন ধান রোপনে ব্যস্ত কৃষক

লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণকালে চেম্বারের সাবেক সভাপতি

​স্কুলে পাঠদানের সময়সূচি নিয়ে নতুন নির্দেশনা