Wednesday , 29 June 2022 | [bangla_date]

বীরগঞ্জের ১২নং আঞ্চলিক শাখার আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক সফিউল আযম নির্বাচিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥-
মঙ্গলবার (২৮ জুন২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ ১২নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ্ব জাকারিয়া জাকা। এসময় গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল রহিম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান । এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সরকার, আবুল খাইয়ের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার সরকার, ত্রান ও দুরযোগ বিষয়ক সম্পাদক ইশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় একই জায়গায় কাউন্সিলে দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য ১শ ৭৫ ভোটারের মধ্যে ১শ ৬২জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রদান করেন। ভোট গণনার পর রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করেন আলহাজ্ব জাকারিয়া জাকা ।
এতে ভোট পেয়ে সভাপতি পদে ১০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তোজ্জাম্মেল হক রিমন ও তার নিকটতম প্রতিদ্বন্দি লিমন সরকার পেয়েছেন ৬২ ভোট।
৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মরিচা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সফিউল আযম । তার নিকটতম প্রতিদ্বন্দি পীযুষ রায় পেয়েছেন ৫৭ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি সিদ্দিকুর রহমান পেয়েছেন ১৭ভোট এবং অরুণ চন্দ্র রায় পেয়েছে ০১ ভোট। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ভিশনের কৈকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ইউএনও কাহারোল মা ও শিশু পুষ্টির উন্নয়নে গ্রামগুলো এখন মডেল হিসেবে কাজ করছে

রাণীশংকৈলে কেউ খোঁজ রাখেনি প্রভাষকের

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শুভ বড়দিনে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে হুইপ ইকবালুর রহিম এমপির দেয়া উপহার প্রদান

বীরগঞ্জ মোড়ে সীড ব্যবসায়ীর চুরি যাওয়া স্যালোমেশিন উদ্ধার

আটোয়ারীতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

পল্লীশ্রী’র আয়োজনে বয়স্ক ভাতা প্রদানে সেবা প্রদানকারীদের সাথে জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা

বীরগঞ্জে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা