Wednesday , 29 June 2022 | [bangla_date]

বীরগঞ্জে ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হ্যারিটেজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র বিশেষ উদ্যোগে ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হ্যারিটেজ শীর্ষক সেমিনার ২৯-০৬-২০২২ রোজ বুধবার সকালে বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বীরগঞ্জ সরকারি কলেজের গার্হস্থ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক রুমানা ফারজানা ও আবৃত্তি শিল্পী আবু সাঈদ সরকার এর সঞ্চালনায় জেলা কালচারাল অফিসার মিন-আরা পারভিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট কবি ও গবেষক ড.এ.কে.এম মাসুদুল হক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা ও নির্দেশক তারিকুজ্জামান তারেক, নাট্য অভিনেতা হারুন-উর-রশিদ। বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব গোলাম মোস্তফা, প্রভাষক হাবিবুর রহমান,খাজা রাহেলা ও আল মামুন সহ আরো অনেকেই।
উল্লেখ্য যে,সেমিনার শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীরা লোক সংগীত পরিবেশন করে। এবং সেমিনারে প্রায় ১০০ জনের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত