Saturday , 18 June 2022 | [bangla_date]

রানীশংকৈলে আদিবাসীদের সাথে মতবিনিময়

রানীশংকৈলে আদিবাসীদের সাথে মতবিনিময়

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিভিন্ন নেটওর্য়াকের সাথে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মানবাধিকার দলিত আদিবাসী জনগোষ্ঠীর সাথে বিভিন্ন ইসু্ নিয়ে ১৮জুন শনিবার ইএসডিও কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ক্রীড়া ব‍্যাক্তিত্ব সাবেক অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ উত্তর ও পশ্চিমা অঞ্চলের দলিত ও আদিবাসি জনগোষ্ঠীর মর্যাদাপূর্ন জীবন যাপনের লক্ষে বক্তব্য রাখেন শাহীন প্রেমদীপ প্রকল্পের টি ভি ই টি , ইএসডিওর ম্যানেজার খাইরুল আলম, প্রভাষক আলমগীর হুসেন, টেকনিক্যাল ম্যানেজার মুয়ীদ ইফতিয়াজ আলম ঠাকুরগাঁও,আদিবাসী আহবয়ক খোকন সরকার,সাবেক আদিবাসী চেয়ারম্যান সিংরাই সরেন মানিক,ভূমিহীন সমিতির সভাপতি কবিরাজ মরর্মু,নরসুন্দর সমিতির সভাপতি সাগর শীল,আদিবাসী ও দলিত সম্প্রদায় সমিতির সভাপতি এছাড়াও সাংবাদিক বিজয় রায় সহ অন্যান্যরা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এ সময় আদিবাসী দলীত গ্রাম উন্নয়ন কমিটির নেতারা উপজেলা পর্যায়ে নেটওর্য়াকের প্লাটফর্মের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও