Monday , 20 June 2022 | [bangla_date]

রাণীশংকৈলে নির্মাণের তিন মাসে উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং

রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈলে নির্মাণের তিন মাসে উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং। উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার বনগাঁও-ভোলাপাড়ার কাঁচা সড়কের ৫শত মিটার পাকা করণের কাজ চলতি বছরের ২০ মার্চ সমাপ্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন,সড়ক নির্মাণের পরের দিন থেকেই পাথর উঠা শুরু করে। এছাড়াও সড়কের এজিং এ নিন্মমানের ইট দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কাজটি ৪০ লাখ ৬৫ হাজার ১৯৮ টাকা টেন্ডার বরাদ্দে গত বছরের ২৪ জুলাই কাজটি পায় মা বাবার দোয়া ট্রের্ডাস নামক দিনাজপুরের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। সে আবার কাজটি রাণীশংকৈলের স্থানীয় সুলতান টেড্রার্স নামক ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। সে ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডারের নির্ধারিত শেষ সময় অনুযায়ী চলতি বছরের ২০ মার্চ কাজ সমাপ্ত করেন।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কার্পেটিং উঠে অনেক স্থানে গর্ত হয়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর উঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিন্ম মানের ইটের এজিং দেওয়ায় তা বিভিন্ন স্থানে ভেঙে গেছে।

স্থানীয় কৃষক হামিদুর রহমান বলেন,সড়কটি যখন থেকে নির্মাণ হয়। সেদিন থেকেই অনিয়মে ভরপুর সড়কের সাব-বেজ ও ডব্লিউ বিএম(খোয়া) এ নিন্ম মানের খোয়া ব্যবহার করা হয়েছে। কার্পেটিং করার সময় দায়সারা ভাবে করা হয়েছে।

স্থানীয় একটি বিদ্যালয়ের বিএসসি শিক্ষক পয়গাম আলী বলেন, রাস্তাটি অনিয়মভাবে নির্মাণ করেছে ঠিকাদার । একইভাবে অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিলো উপজেলা প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি। তার সঠিক তদারকির অভাবে সড়কটির এমন দশা বলে মনে করেন তিনি।
স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি আবু জাফর কাজটি সব ধরনের তদারকি করেন তিনি বলেন, আসলে কার্পেটিং তো উঠার কথা না । তারপরেও বিষয়টি আমি দেখছি।

রাণীশংকৈল প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি বলেন, আমি এ মূহুর্তে ব্যস্ত আছি। জুন মাস চলছে কাজে খুব ব্যাস্ত আছি পরে কথা হবে। তারপরেও এক প্রশ্নের জবাবে বলেন, ওই রাস্তাটি কবে নির্মাণ হয়েছে তা সঠিক জানা নেই। জুন মাসের পরে আসেন তখন কথা হবে।

রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না জানিয়ে এড়িয়ে যান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রাণিসম্পদ প্রদর্শনী

হরিপুরে ১৬ ফেব্রুয়ারি পালিত হবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২

রাণীশংকৈলে মুজিবুর রহমান কারাদন্ড প্রদান করলেন আরেক মুজিবুর রহমানকে

পীরগঞ্জে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১, আটক

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্বাস্থ্য কেন্দ্রের গাফিলাতি রাণীশংকৈলে টিকাদান কেন্দ্র থেকে ফিরে এসেছে অনেকেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে অভুতপুর্ণ বিপ্লব সাধন করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরলে মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধি’দপ্তরের অভি’যানে ১৫০ ফে’ন্সিডি’লসহ আ’টক-১

পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর