Monday , 6 June 2022 | [bangla_date]

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৬জুন) সকাল সাড়ে ১১টায় ফ্রেন্ডস ফোরাম এর উদ্যোগে উপজেলা প্রেক্লাবের হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা কেক কেটে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন।
পরে এক বণার্ঢ্য র‌্যালী বের করা হয়।
হরিপুর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ ২১ টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক’র প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, হরিপুর থানার এসআই খাদেমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কবি, লেখক ও সমাজকর্মী মুহা. মনজুর আলম, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিএনএন বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মুকুল হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও