Tuesday , 28 June 2022 | [bangla_date]

হাজী মোহাম্মদ দানেশ এঁর মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি প্রশাসনের কর্মসূচী পালন

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কৃষক নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশ এঁর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর নামেই উত্তরবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নামকরণ করা হয়েছিল। দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মস‚চী হাতে নিয়েছে হাবিপ্রবি প্রশাসন। এর অংশ হিসেবে সকাল ১১ টায় দিনাজপুরের গৌড়-এ-শহীদ বড় ময়দান সংলগ্ন জামে মসজিদের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ এঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে হাবিপ্রবি প্রশাসন। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে বাদ যোহর হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ খ্রিষ্টাব্দের ২৭ শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখান থেকে তিনি ১৯৩১ সালে স্নাতকোত্তোর ডিগ্রি লাভ করেন। ১৯৩২ সালে তিনি আইনে ডিগ্রি লাভ করেন এবং দিনাজপুর জেলা আদালত বার-এ যোগ দেন। হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা যিনি ১৯৪৭ খ্রিষ্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর প‚র্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের ‘জনক’ হিসাবে আখ্যায়িত করা হয়। ১৯৮৬ সালের ২৮ জুন তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করলো দূবৃত্তরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মেসার্স ইউকেএম ফ্রেন্ডস ট্রেডার্স সার দোকানকে ভ্রাম্যমাণ আদালত –জরিমানা করেন–২০ হাজার টাকা

জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে দিনাজপুর ৩-২ গোলে ঠাকুরগাওকে হারালো

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন আহবায়ক মিতা ও সদস্য সচিব মাইকেল

রাণীশংকৈল পৌরসভা নির্বাচন প্রতিকে নয়, লড়াই হবে ব্যক্তি ইমেজে

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ