Wednesday , 20 July 2022 | [bangla_date]

কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের গার্ডকে অব্যাহতি

কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের গার্ডকে অব্যাহতি

দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ছিল সকাল ৮টায়। ছাড়ার কয়েক মিনিট আগে ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা গাডের মোবাইল ফোনে একটি কল আসে। এরপর ট্রেন থেকে নেমে কথা বলতে বলতে চলে যান তিনি। তাকে একাধিকবার কল করা হলেও রিসিভ হয়নি। তিনি ফিরে না আসায় জরুরিভাবে অন্য গার্ড দিয়ে এক ঘণ্টা ২০ মিনিট পর ট্রেনটি ছাড়া হয়। এতে বিপাকে পড়েন স্টেশনে অপেক্ষমান ট্রেনের শত শত যাত্রী।
সোমবার সকালে দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার অভিযোগে পঞ্চগড়গামী ৪১ নম্বর কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের গার্ড ইকবাল বাহারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল ৮টায় কাঞ্চন ট্রেনটি পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে গার্ড কাউকে কিছু না বলেই ট্রেন থেকে নেমে চলে যান। ফলে ট্রেনটি সঠিক সময়ে গন্তব্যে যেতে পারেনি। এক ঘণ্টা ২০ মিনিট বিলম্বে ৯টা ২০ মিনিটে যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, যদি ট্রেনের গার্ডের কোনও সমস্যা থাকে বা অপারগতা থাকে, তাহলে ট্রেন ছাড়ার কমপক্ষে আধাঘণ্টা আগে জানাতে হবে। কিন্তু তিনি সেটা করেননি এবং আমাদের কিছুই জানাননি। পরে সাইফুল ইসলাম নামে এক গার্ডকে জরুরিভাবে ডেকে ট্রেনটি পরিচালনা করা হয়। এতে এক ঘণ্টা ২০ মিনিট পর ট্রেনটি যাত্রা শুরু করে। এ বিষয়ে ইকবালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই গার্ডকে ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রেন ফেলে চলে যাওয়ার জানতে তাকে মঙ্গলবার বিভাগীয় কার্যালয়ে তলব করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অরবিন্দ শিশু হাসপাতালের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গী কমিটি চ‚ড়ান্ত ঘোষনা

দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রাণীশংকৈল পৌর শহরজুড়ে শোভায়িত হচ্ছে বনায়ন

পীরগঞ্জে ভূমি অধিকার বিষয়ক সমাবেশ

স্কুল ক্যাম্পাস যেন প্রকৃতির নির্মল পরিবেশ

পঞ্চগড়ে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ  বাজার উপশাখা উদ্বোধন

ইউনিয়ন ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ বাজার উপশাখা উদ্বোধন

কাহারোলে আইন শৃঙ্খলা কমিটির সভা

কাহারোলে আইন শৃঙ্খলা কমিটির সভা

রাণীশংকৈল থানা এখন বিচারালয়

উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোর্ল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন (বালক) গবিন্দপুর ও নুনাইচ কাকিলা দিঘী (বালিকা) চ্যাম্পিয়ন