Saturday , 30 July 2022 | [bangla_date]

খানসামায় পৃথক ঘটনায় দুই নারীসহ ও ট্রাক্টর চালকের লাশ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের খানসামায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসার পথে ধান ক্ষেতে অপো রাণী রায় নামে নারী এবং জমি চাষ করতে গিয়ে ইউনুস আলী নামে ট্রাক্টর (হ্যারো) চালক এবং আম বাগান থেকে সাদেকা বেগম নামে আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা ৩টি গত ২৯ জুলাই শুক্রবার ঘটেছে।
নিহত অপো রাণী রায়(২৩) মিশন চন্দ্র রায়ের স্ত্রী এবং মৃত ইউনুস আলী ভাবকি ইউপির বাসিন্দা।
অপরজন নিহত নারী সাদেকা বেগম (৩২) উপজেলার তেবাড়িয়ার ডাঙ্গাপাড়া এলাকার আতুস সামাদের মেয়ে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া কুমার পাড়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে ধান ক্ষেতে মিশন চন্দ্র রায়ের স্ত্রী অপো রাণী রায় এর লাশ পথচারীরা দেখতে পায়। পাশেই নিহতের সাথে ১০বছরের মেয়ে বিপাশা রাণী রায়কেও অজ্ঞান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠায়। আর অজ্ঞান হওয়া শিশুটিকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপরদিকে স্থানীয়রা একইদিনে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে খানসামার ভাবকি ইউপির রেয়াজ ডাক্তার পাড়ায় জমি চাষ করতে গিয়ে চাষকৃত জমি থেকে ট্রাক্টর (হ্যারো) চালক ইউনুস আলীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার প্রাথমিক ধারনা করা হলেও পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
অপরদিকে, একইদিনে সকালে উপজেলার ভেড়ভেড়ী গ্রামের সায়েদ চেয়ারম্যানপাড়ায় একটি আম বাগান থেকে সাদেকা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী সাদেকা বেগম (৩২) উপজেলার তেবাড়িয়ার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সামাদের মেয়ে।নিহতের ভগ্নিপতি মাহাবুর ইসলাম জানান, তাদের ১৫ বছর আগে জাহাঙ্গীর ইসলামের বিয়ে হয়েছিল। সেখানে ৩টি ছেলে সন্তান রয়েছে। সংসারে খুটিনাটি বিষয় নিয়ে প্রায়শই ঝগড়া ও নির্যাতন করায় তাদের তালাক হয়। পরে পরিবারকে না জানিয়ে নীলফামারীর দারোয়ানী এলাকায় সলেমান মিস্ত্রির সাথে বিয়ে হয় সাদেকার। নতুন স্বামীর বাড়ি থেকে বাচ্চাদের খোঁজখবর নিতে গত বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরের বাড়িতে আসে। এরপর সকালে জানতে পারি সাদেকাকে কে বা কারা হত্যা করে মরদেহ আমবাগানে ফেলে রেখেছে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ৩টি উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সঠিক তথ্য জানা যাবে। ইতিমধ্যে আমরা তদন্ত কাজ শুরু করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ২ লাখ ৯৫ হাজার ৬০টি চারা বিক্রি \ যার মূল্য ৯৭ লাখ ৫৩ হাজার টাকা

বীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়রে প্রাননাশরে হুমকি প্রর্দশন করে জমি জবরদখল করে চাষাবাদ, থানায় অভযিোগ

পীরগঞ্জে জেল হত্যা দিবস পালিত

পীরগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

রাণীশংকৈল ভুমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে খারিজ বাণিজ্যের অভিযোগ

কাহারোলে বাঁশ শিল্পের বাজার ধস, আজ প্লাস্টিক সামগ্রীর কারণে

নিজ বিশ্ববিদ্যালয় থেকে দ্রæত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মানববন্ধন

১৯৭১ এ বাংলাদেশে গনহত্যা ও জেনেসাইট এর জাতিসংঘ স্বীকৃতির দাবীতে দিনাজপুরে ‘আমরা একাত্তরের’ সমাবেশ

অধ্যক্ষ মরহুম মুনসুর- উল- আলম স্যার -এর পারিবারিক কাহিনী সিনেমাকেও হার মানিয়েছে

বীরগঞ্জে নৌকা মার্কার মেয়র প্রার্থী’র নির্বাচনীয় পথসভা