র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে চোরাচালান মামলার ৫ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী গ্রেফতার।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দিনাজপুর জেলার সদর থানার বড়মাঠ এলাকায় চোরাচালান মামলার ১ জন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই রাতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারার অপরাধে দন্ডিত ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড সহ ২০,০০০/-টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী- ১। মোঃ নাজমুল ইসলাম @ নাজু (৩৫), সাং- পুলহাট, থানাঃ কোতয়ালী, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উক্ত আসামী গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ দিন ধরে পলাতক ছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।