“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে বর্ধিতকর্মী সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা আমিনুল ইসলাম গোলাপ।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার সহ-সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লুব, জাতীয় শ্রমিক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকা, জাতীয় কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক এনামুল হক সরকার।
সংগঠনকে গতিশীল করতে নিজ নিজ উপজেলার প্রতিবেদন তুলে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ থানার সভাপতি আব্বাস আলী, বীরগঞ্জ থানার মোঃ সোলায়মান, চিরিরবন্দর থানার গোপাল চন্দ্র রায়, নাবাবগঞ্জ থানার রুবেল, ফুলবাড়ী থানার মোশাররফ হোসেনসহ অন্যান্য থানা হতে আগত নেতৃবৃন্দরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য শফিকুল ইসলাম সিদকার।
প্রধান অতিথি জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা আমিনুল ইসলাম গোলাপ বলেন, মধ্যসত্ব ভোগীদের স্বার্থে নয়-কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। খাস জমি ভূমিহীনদের ও জলাসয়গুলো মৎস্যচাষীদের কাছে অবিলম্বে পত্তন দিতে হবে। ঘুষ দূর্নীতি বন্ধ করতে হবে। কৃষকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এবং অবিলম্বে বিদ্যুতের লোড শেডিং বন্ধ করতে হবে।