Thursday , 14 July 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

তেঁতুলিয়ায়  বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় জুয়ার টাকা না পেয়ে বিষপানে হাসমত (৩৫) নামের এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে চা বাগানের কীটনাশক (বিষ) পান করার একদিন পর বুধবার রাত সাড়ে ১০টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যায়। সে উপজেলার সদর ইউনিয়নের গবরা নদী সংলগ্ন আজিজনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. সফিকুল ইসলামের জ্যৈষ্ঠ পুত্র। এ ঘটনায় হাসমতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তার লাশ পরিবারের কাছে পৌছে।

পরিবার ও স্থানীয়রা জানায়, হাসমত জুয়া খেলায় আসক্ত ছিলেন। কিছু দিন আগে তার মা হাজেরা খাতুন বীর মুক্তিযোদ্ধা স্বামীর নামে ৩ লাখ টাকা ব্যাংক ঋণ উত্তোলনের পর হাসমত ও আজমত দুই ছেলেকে এক লাখ টাকা করে দিয়ে দেন। কিন্তু সে টাকা জুয়া খেলে শেষ করে আবারও টাকা নেয় মার কাছ থেকে। তৃতীয়বার টাকা চাইতে গেলে মা টাকা আর দিতে রাজি না হওয়ায় বিষ পান করে হাসমত। পরে তাকে তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে একদিন চিকিৎসারত থাকার পর বুধবার রাত সাড়ে ১০টার দিকে মারা যায় হাসমত।

নিহতের মা হাজেরা খাতুন কান্নাঝরা কন্ঠে বলেন, আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা। কয়েকদিন আগে ব্যাংক থেকে ৩ লাখ টাকা লোন তুলেছিলাম। সেখান থেকে দুই ভাইকে দুই লাখ টাকা দিয়ে দেই। হাসমত এ টাকা পাওয়ার পর আবারও টাকা চায়। টাকা দেই। জানতে পারি সে টাকা জুয়া খেলে শেষ করে দিয়েছে। পরের বার টাকা চাইলে দিতে রাজি হইনি। টাকা না পেয়ে সে বিষ খায়। কে জানতো এরকম করবে ছেলেটা। তাহলে তো সব টাকা দিয়ে দিতাম। হাসমতের স্ত্রী ও তিনটি ছেলে রয়েছে। দাম্পত্য জীবনে তাদের কোন কলহ না ছিল না।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) জাহেরুল ইসলাম যুবকের বিষপানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুরুতর আহতরা হাসপাতালে, পাল্টাপাল্টি মামলা

বরাইপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

জেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ক মত বিনিময় সভা

পীরগঞ্জ উপজেলায় দিনব্যাপী কন্দাল ফসলের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে আর্তমানবতার সেবায় উপজেলা প্রশাসন ও আজমল হক ফাউন্ডেশন

চিরিরবন্দরে অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব দুটি পরিবার

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় উপচেপড়া ভীড়

ঠাকুরগাঁওয়ে নুসরাতের চিকিৎসার ভার নিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক !

দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র শীতবস্ত্র বিতরণ