Saturday , 16 July 2022 | [bangla_date]

দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি অনুমোদিত

দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের (রেজিষ্ট্রেশন নম্বর-রাজ-৫২৩) নবনিবাচিত ১০ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।
নবনির্বাচিত কমিটি নি¤œরুপ-সভাপতি মোঃ শাহাবুদ্দীন খোকন, সহ-সভাপতি মোঃ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক মোঃ হামিদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সুমন, প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য মোঃ আলিফ আলী ও মোঃ কোরবান।
গত ১২-১২-২০২১ ইং তারিখ দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে ১০টি পদে ১০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম যথাযথ নিয়মে উল্লেখিত ওই ১০জন প্রার্থীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করেন।
পরে গত ০৯-০১-২০২২ইং তারিখ ওই কমিটি অনুমোদনের জন্য আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক বরাবর আবেদন করা হয়। যাতে সুপারিশ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আবেদনের প্রেক্ষিতে আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালকের কার্যালয় থেকে ওই কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে।
যথাযথ নিয়ম মেনেই উল্লেখিত কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। কিন্তু ওই সংগঠনের দুইজন ব্যক্তি মোঃ নুরুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম অনুমোদিত ওই কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উল্লেখিত কমিটির ব্যাপারে এরই মধ্যে কুৎসা রটিয়েছে। অথচ এই দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি মোঃ নুরুল ইসলামের তিন জায়গায় সদস্যপদ থাকায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তার সদস্যপদ বাতিলের জন্য শ্রম আদালতে মামলা করা হয়। যে মামলাটি এখনো বিচারাধিন রয়েছে।
অপরদিকে মোঃ জাহাঙ্গীর আলম “মেসার্স জাহানারা কনস্ট্রাকশন” ভগতিপুর বিরল-এর স্বত্বাধিকারী। তিনি ২০১৮ সালে তথ্য গোপন করে এই সংগঠনের নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। তিনি নির্বাচিত হয়ে এই সংগঠনের অনেক ক্ষতিসাধন করেন। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কোন ঠিকাদার এই সংগঠনের সদস্য থাকতে পারেন না। পরবর্তিতে তার বিষয়টি জানতে পেরে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তারও সদস্যপদ বাতিল করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মির্জাপুর টার্মিনাল রোডস্থ নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহাবুদ্দীন খোকন। সভায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মোকছেদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলমসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় ওই দুই ব্যক্তি মোঃ নুরুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলমের ব্যাপারে সর্তক থাকার জন্য সকল মেহনতি শ্রমিক ভাইদের প্রতি আহবান জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ থানায় সাবেক মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ ১২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা. আটক-১

হরিপুরে সংবিধান দিবস পালিত

বীরগঞ্জে শ্বাসরুদ্ধকর মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জন আটক

রাণীশংকৈলে সাড়ে ৩ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে হাতিশা হরি মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ

রাণীশংকৈলে সাংবাদিকের দাদীর কুলখানি

বিরামপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও অর্থ বিতরণ