Wednesday , 13 July 2022 | [bangla_date]

ধার্মিক ব্যাক্তিরা সমাজে ক্ষতি করে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রত্যেক ধর্মে শান্তি ও মানবতার কথা বলা হয়েছে। ধার্মিক হওয়া ও ধর্মান্ধ হওয়া এক নয়। ধর্মকে মানুষের কল্যানে ব্যবহার করতে হবে। ধার্মিক ব্যাক্তিরা সমাজে ক্ষতি করে না। কিন্তু যারা ধর্মান্ধ তারা ধর্মের কথা বলে উগ্র সম্প্রদাকিতা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ধর্মান্ধদের প্রতিহত করতে হবে। শেখ হাসিনার অসাম্প্রদায়িক দৃষ্টির কারণেই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করে যাচ্ছেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করতে হবে।
মঙ্গলবার (১২ জুলাই ২০২২) রাতে বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভোগনগর শালবাড়ী হরি মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, ভোগনগর ইউপি চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল দেব শর্মা, ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক হরিপদ রায়, ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মমতাজুল করিম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার রায় প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা

জুতা অনুসরণ করে কবরস্থানে  গিয়ে মিলল গৃহবধূর ম-রদে-হ

জুতা অনুসরণ করে কবরস্থানে গিয়ে মিলল গৃহবধূর ম-রদে-হ

শিক্ষক সম্মাননা পেলেন বীরগঞ্জের মতিউল ইসলাম

রাণীশংকৈলে খোলা বাজারে ওএমএসের চাল ও আটা বিক্রি

নানা সমস্যায় জর্জরিত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স * এক যুগেরও অধিক সময় ধরে এক্স-রে মেশিন অচল * ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিন, ডেন্টাল চেয়ার, এ্যাম্বুলেন্স অচল * ৫ বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন * জরুরী বিভাগে টাকা ছাড়া কাটা-ছেড়া রোগীর সেবা পাওয়া যায় না।

হরিপুরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাচঁলেন জিল্লুর

সাবেক প্রতিমন্ত্রী মুরাদসহ দুজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মামলা

পীরগঞ্জে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরন

দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এর বার্ষিক ফলাফল প্রকাশ- অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত