Tuesday , 26 July 2022 | [bangla_date]

পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। একই সাথে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে দপ্তর সেলে লিখিত জবাব জমা দেওয়ার জন্যেও নির্দেশনা দেওয়া হয়েছে।
২৫ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নির্দেশনা অমান্য করায় মো. সাদমান সাদিক পাটোয়ারি প্লাবনকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হলো। কেন স্থায়ী বহিস্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, গত ১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মো. নোমান হাসান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০ জুলাই বোদা উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেন। ১৯ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়। এই আদেশ অমান্য করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন ২০ জুলাই বোদা উপজেলা ছাত্রলীগের সম্মেলন এবং ২৫ জুলাই দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন করেন। দুই উপজেলার সম্মেলনেই রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি ছিলেন। পৃথক উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সমঝোতার ভিত্তিতে বোদায় রোবায়েত হোসেন সবুজকে সভাপতি ও আনজাম পিয়ালকে সাধারণ সম্পাদক এবং দেবীগঞ্জ উপজেলায় শাহিনুর রহমানকে সভাপতি ও নিলয় প্রধানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
জেলা ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন বলেন, সম্মেলনের মাত্র ৭ ঘন্টা আগে সম্মেলন স্থগিত করার চিঠি দেওয়া হয়েছিল। নানা কারণে তখন আর সম্মেলন স্থগিত করার উপায় ছিল না। এছাড়া আমি কোন অপরাধ করিনি। আমার কাছে উপযুক্ত জবাব রয়েছে। লিখিত ভাবেই সেই জবাব দাখিল করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে কুমার পাড়ার ব্রীজটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

বীরগঞ্জে জাতীয় পাটির বর্ধিত সভা অনুষ্ঠিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ মাস থেকে বেতন-ভাতা বন্ধ ১৭০ জন চিকিৎসক-নার্স কর্মচারীর

হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা !

বোচাগঞ্জে ঢিলেঢালা লকডাউন ঃ স্বাস্থ্যবিধি উপেক্ষিত

খানসামা উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ সফিউল আযম চৌধুরী লায়ন

বিরলে বিনামুল্যে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ডায়াবেটিক সমিতির বার্ষিক সভা — নতুন কমিটি গঠন