পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সার-কীটনাশক-ডিজেলসহ কৃষি পণ্যের দাম কমানো এবং কৃষকের উৎপাদিত ফসলের নায্যমূল্যের দাবী সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সভার আয়োজন করে। এ সময় ঠাকুরগাঁও জেলা সিপিবি’র সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, ঠাকুরগাঁও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, কৃষক নেতা মর্তুজা আলম প্রমূখ। এতে জেলা ও উপজেলা সিপিবির নেতা-কর্মী সহ সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সার-কীটনাশক-ডিজেলসহ কৃষি পণ্যের দাম কমানোর দাবী এবং কৃষকের উৎপাদিত ফসলের নায্যমূল্যের দাবী জানান।


















