Tuesday , 12 July 2022 | [bangla_date]

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের চকবানারশী গ্রামের একত্রিত কুরবানি শত বছরের ঐতিহ্য দৃষ্টান্ত হয়ে আছে। পবিত্র ঈদ উল আজহার দিনে সমগ্র মুসলিম উম্মাহর সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। ঈদ উল আযাহার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো কুরবানী। এই ঈদের সকল আনন্দ কুরবানীর পশু ক্রয় করে লালন পালন করা এবং ঠিকভাবে কুরবানী সম্পন্ন করে কুরবানীর মাংস সুষ্ঠ বন্টন কেন্দ্রিক। সাধারণত অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীরা গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ কুরবানী দিয়ে থাকেন।
অনেকে একটি পশু একাই কুরবানী উৎসর্গ করেন। আবার কেউ কেউ ৩ জন, ৫ জন বা সর্বোচ্চ ৭ জন একসাথে একটি পশু কুরবানী করেন। শহর অঞ্চলে সবাই স্ব স্ব বাড়িতে কুরবানী দিয়ে থাকেন, গ্রাম অঞ্চলে বেশ আগে দেখা যেত সমাজের বা গ্রামের সবাই সকল পশু একই জায়গায় বা নিদির্ষ্ট মাঠে উৎসব মুখর পরিবেশে কুরবানী করে থাকেন। কালের পরিক্রমায় এই রেওয়াজ প্রায় সবখানেই বিলীন হয়েছে। কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করা যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকবানারশী গ্রামে। এখানে চকবানারশী মাঝাপাড়া কেন্দ্রীয় মসজিদের সকল সদস্যরা/পরিবার এখনও ধরে রেখেছেন একই জায়গায় সমাজের সকলেই কুরবানী প্রদান করার রেওয়াজ।
জানা যায় চকবানারশী গ্রামের উক্ত সমাজে প্রায় ২০০ পরিবার রয়েছে। এই সমাজে প্রতি বছর ই গরু, ছাগল, ভেড়া সহ প্রায় অর্ধশতাধিক পশু কুরবানী করা হয়। সমাজের সকলেই ঈদগাহে পবিত্র ঈদের নামাজ আদায়ের পরে সকল পশু ই নির্দিষ্ট একটি জায়গায় উৎসব মুখর পরিবেশে কুরবানী সম্পন্ন করে থাকে। দীর্ঘ প্রায় ১০০ বছর থেকে গ্রামের মাঝাপাড়া এলাকায় বাগানে এই কুরবানী অনুষ্ঠিত হয়ে থাকে। কুরবানীর সুবাদে উক্ত মাঠের নাম কুরবানী মাঠ নামে পরিচিতি লাভ করেছে। উক্ত গ্রামের বাসিন্দা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মোর্শেদ হাসান আসিফ বলেন, আমরা দীর্ঘদিন থেকে সকলেই এই একই জায়গায় কুরবানী সম্পন্ন করে আসছি। একত্রিত হয়ে কুরবানী করতে এই এলাকার সকল মানুষ ই সকল কে সহজেই সহযোগিতা করতে পারে এবং একসাথে পুরো সমাজের এতগুলো পশু কুরবানি করা আমাদের কাছে উৎসবে পরিণত হয়। আমরা বেশ আনন্দ নিয়ে সকলেই কুরবানী সম্পন্ন করি এবং উক্ত কুরবানীর মাংস সমাজের মানুষের মধ্যে সুষ্ঠু ভাবে বন্টন করা হয়।
চকবানারশী মাঝাপাড়া কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ বলেন, আমি জন্মের পর থেকে দেখে আসছি এই সমাজের কুরবানী সকলে একত্রিত হয়ে উক্ত কুরবানীর মাঠে অনুষ্ঠিত করে থাকে। চকবানারশী গ্রামের সুপরিচিত ডাক্তার মোঃ আনারুল ইসলাম মাস্টারের বাড়ির সামনেই তাদের পারিবারিক বাগান নামক জায়গায় উক্ত কুরবানী দীর্ঘদিন থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইদ উপলক্ষে উর্বশী ফোরাম-এর বিশেষ দুটি গান মুক্তি পাচ্ছে

দিনাজপুরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিঃ-এর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে জলাশয়ে মাছ নিধন,থানায় অভিযোগ

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা স্থানে চিকিৎসা বর্জ্য, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে জনজীবন

দিনাজপুরে নাশকতা রেলপথে নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

দিনাজপুরে নাশকতা রেলপথে নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

রাণীশংকৈল শেখরাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের পরিচিতি সভা ও কম্বল বিতরণ

ঠাকুরগাঁও সুগার মিল ৪২ দিনের লক্ষ মাত্র নিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু ।

দিনাজপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রনের কাজে শিক্ষার্থীদের পাশে এবার কবি সাহিত্যিকরা

স্বাস্থ্যসহকারীদের কর্মবিরতি টিকা বঞ্চিত মা ও শিশুরা