Friday , 15 July 2022 | [bangla_date]

বীরগঞ্জের মরিচা শাখা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক হেলাল নির্বাচিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে এবং ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনরায় ফারুক জামান চৌধুরী সভাপতি ও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই- ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলার মরিচা সাতখামার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ মরিচা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রথম অধিবেশনে কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ্ব জাকারিয়া জাকা। এসময় মরিচা ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সভাপতি ফারুক জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু,সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করিমুল ইসলাম চৌধুরী, খায়রুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, মোঃ শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সরকার, আবুল খাইর, যুব ও প্রচার সম্পাদক হরিশ চন্দ্র রায়, সরকার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ, সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম শেখ,শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় একই জায়গায় কাউন্সিলে দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য ১শ ৮৭ ভোটারের মধ্যে ১শ ৭৭জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করার জন্য ভোট প্রদান করেন। ভোট গণনার পর রাত সাড়ে ১০ টায় উম্মুক্ত ফলাফল ঘোষণা করেন আলহাজ্ব জাকারিয়া জাকা । এতে ভোট পেয়ে সভাপতি পদে ১৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক জামান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মসলেম উদ্দিন পেয়েছেন ২৯ ভোট। এবং দ্বিতীয় অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। খুব শীঘ্রই সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুর যুগান্তর প্রতিনিধির বড় ভাইয়ের ইন্তেকাল

পীরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভা

দিনাজপুরে জেলা জমঈয়তে আহলে হাদীস ও জেলা জমাঈয়ত শুব্বানে আহলে হাদীস এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

রাণীশংকৈলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

টাকা দিয়ে এক বছরেও ঘর মেলেনি ভূমিহীন ফাতেমার

ঠাকুরগাঁওয়ে “১৯৭১ সেই সব দিন” চলচিত্র প্রদর্শনী বিষয়ে প্রেস ব্রিফিং !

‘সিত্রাং’ জলোচ্ছ¡াস ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দক্ষিণাঞ্চলে ১৫জন মানুষের মৃত্যুতে সমবেদনা জানিয়ে দিনাজপুর নাট্য সমিতি’র আনন্দ শোভাযাত্রা বাতিল

বালিয়াডাঙ্গী পলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

ঠাকুরগাঁওয়ে ‘ইএসডিও স্কিল ডেভলপমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাহারোলে গভীর রাতে শীতার্তদের বাড়িতে কম্বল নিয়ে হাজির এমপি গোপাল