বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রতিবারের ন্যায় এবারও বেশ জাকজমক ভাবে ৭ দিনের জন্য রথে করে মাসীর বাড়ী গেলেন শ্রী শ্রী জন্নাথ দেব। ফিরবেন ৮দিনের দিন উল্টো রথযাত্রায়। ঐতিহ্যবাহী এই রথযাত্রা উপলক্ষে কৃষ্ণ রলরাম নামহট্ট মন্দিরের আয়োজনে দিনভর চলে বিভিন্ন অনুষ্ঠান।
গতকাল ১ জুলাই বিকাল সাড়ে ৩টায় জগন্নাথ দেবের রথযাত্র মহোৎসব-২০২২ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লেিগর সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, রথযাত্রার উপদেষ্টা বীরভদ্র রায়, দুলাল চক্রবর্তী, বিশ^নাথ চক্রবর্তী, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, ও সুকমল রায়, কমিটির সভাপতি প্রভাষক স্বাধীন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রভাষক পীযৃষ কুমার কর পাপন, কৃষ্ণ রলরাম নামহট্ট মন্দির কমিটির সভাপতি রনজয় কৃষ্ণ (বলরাম বাবু) প্রমুখ।
আলোচনা সভা শেষে রথযাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল।
কৃষ্ণ রলরাম নামহট্ট মন্দির দাসপাড়া হতে রথে করে জগন্নাথ দেব মেলাগাছি বাসুদেব মন্দিরে তার মাসীর বাড়ী গেলেন, সেখানে ৭ দিন থাকার পর আবার উল্টো রথে নিজ বাড়ীতে ফিরবেন বলে জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ। ঐ ৭ দিন বাসুদেব মন্দিরে মঙ্গল আরতী, দশর্ন আরতী, গীতাপাঠ, কীতর্ন মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।