Monday , 18 July 2022 | [bangla_date]

ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী স্বপনের সংবাদ সম্মেলন

ভিজিএফ‘র চাল আত্বসাত্বের মিথ্যা ও বানোয়াট খবর পরিবেশনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দিনাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী স্বপনের সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলার মো: জুলফিকার আলী স্বপনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় কাউন্সিলর স্বপন লিখিত বক্তব্যে বলেন,আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন দলীয় কাউন্সিলর হওয়ায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আমার বিরুদ্ধে স্বপ্রনোদিত হয়ে সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা এবং সাংবাদিকদেরকে ভুল তথ্য পরিবেশন করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি আমাকে জড়িয়ে ভিজিএফ এর চাল আত্বসাত সংক্রান্ত মিথ্যা সংবাদ জাতীয় এবং স্থানীয় কয়েকটি দৈনিকে “ঈদের আগে বিতরণ না করায় ভিজিএফের চাল প্রশাসনের হাতে“ অথবা অনুরূপ ধরনের শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়েছে, যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ওই সংবাদের মুল বিষয় ছিলো দিনাজপুর সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের বরাদ্ধ চাল ঈদ উল আজহার আগে বিতরণ না করায় জব্দ সংক্রান্ত। কিন্তু ওই খবরের শেষের দিকে অযাচিত ইচ্ছাকৃতভাবে আমার প্রসঙ্গ টেনে আনা হয়েছে যা মোটেও সত্য নয়।
দিনাজপুর পৌরসভা হতে আমাকে বরাদ্ধ দেয়া ১৫০টি ভিজিএফ‘র কার্ড এর মধ্যে সকল কার্ডই আমি অসহায় দু:স্থ্য মানুষের মাঝে বিতরণ করেছি,যেখানে চাল আত্বসাতের কোনো সুযোগ নেই। পৌর এলাকায় ভিজিএফ এর বরাদ্ধকৃত সম্পন্ন চাল পৌর মেয়রের হেফাজতে থাকে সেখানে চাল আত্বসাত করলে কাউন্সিলর নয় মেয়রই করতে পারেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সততার সাথে দায়িত্ব পালন করছি বলেই ঈদ উল আজহার আগে এবং পরে আমার পারিবারিক সমস্যার পরেও ভিজিএফ এর কার্ড বিতরণ সংক্রান্ত সাময়িক সমস্যা নিয়ে মেয়র, ইউএনও এবং এডিসি মহোদয়ের সাথে কথা বলেছি এবং পরামর্শ চেয়েছি। ইউএনও এবং এডিসি মহোদয়ের পরামর্শ অনুযায়ী মেয়রের সহযোগীতা চেয়েছিলাম কিন্তু তিনি করেননি,তাই কার্ডগুলো আমি বিতরণ করে দিয়েছি। কোনো অন্যায় কিংবা দূর্নীতির সাথে আমি জড়িত থাকি না বলেই তাদের কাছে বিষয়টি জানিয়েছিলাম। যদি চাল আত্বসাতের চিন্তা মাথায় থাকতো তবে এই সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে ইউএনও এবং এডিসি মহোদয়ের সাথে পরামর্শ করতাম না। মেয়রের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে স্বীয় স্বার্থ উদ্ধারে ব্যস্ত মেয়র নানান ভাবে আমাকে হেনস্তা করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
তাই সংবাদকর্মী ভাইদের প্রতি আমার আহবান কারো মনোবাসনা পূরণ করতে এধরনের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে কোনো সংবাদ পরিবেশন করবেন না।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, মো: মনসুর আলী, মো: মুন্না, মো: হারুন উর রশীদ রায়হান ও মো: মামুনুর রশিদ রাহাত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে চার জুয়াড়ী আটক

বীরগঞ্জে ৭৫ বছরের বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা, দলিলপত্র এবং নগদ টাকা লুট

রাণীশংকৈলে কাবস্কাউট লিডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে ভি জি এফে’র চাল বিতরণের সময় দু-গ্রুপের মারামারি,বিতরণ স্থগিত

বীরগঞ্জে সরিষা চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান

রাণীশংকৈলের দবিরুল ইসলামের ইন্তেকাল

বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ