Thursday , 28 July 2022 | [bangla_date]

রাণীশংকৈলে তিন ইউপিতে নৌকার জয়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনের তিনটি ইউনিয়নেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জয় হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট শেষে সন্ধ্যা নাগাদ সব কেন্দ্রে ফলাফল ঘোষণা দেয় সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রিজাইডিং কর্মকর্তারা। নির্বাচনী ফলাফলের পর হোসেনগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিশন পাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অপরদিকে বাচোর ইউনিয়নের ভাংবাড়ী ভি এফ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে পরাজিত ইউপি সদস্যেদের সাথে প্রশাসনের সংঘর্ষে সুমাইয়া নামক কন্যা শিশু পুলিশের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। ইভিএমে ভোট দিতে বিড়ম্বনা আর আঙ্গুল ঘষে ইভিএমে ভোটার সনাক্ত করার চেষ্টার মধ্য দিয়ে ভোট সমাপ্ত হয়।
হোসেনগাঁও ইউনিয়নে মোট ৫জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতিকের মতিউর রহমান মতি ৪ হাজার ৩৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীন মোটরসাইকেল প্রতিকে ভোট ৪ হাজার ৭৮ পেয়ে পরাজিত হন। এছাড়াও ওই ইউনিয়নে অন্যান্য প্রার্থীর মধ্যে আ’লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এমজি রব্বানী ঘোড়া প্রতীকে ৩ হাজার ৮৪ ভোট, মমতাজ আলী ২ হাজার ২০৮ ভোট এবং সুজন মুরমু ১৭৮ ভোট পান। বাচোর ইউনিয়নে মোট ৫ জন প্রার্থীর মধ্যে জিতেন্দ্র নাথ নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৩০৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আকতারুল ইসলাম আনারস প্রতিকে ৫০৯ ভোট, জাহেদুল ইসলাম ১৪৭ ভোট, জোতিষ চন্দ্র রায় ১৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নন্দুয়ার ইউনিয়নে আব্দুল বারি নৌকা প্রতীকে ৭ হাজার ২৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী জমিরুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে ২ হাজার ৫৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যানা স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বাদশাহ আলম আনারস প্রতীকে ১ হাজার ৬৮৬ ভোট এবং হাফেজ শহিদুল্লাহ ঘোড়া প্রতিকে ১ হাজার ১৯৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-ই আলম বলেন, সকাল থেকে বিকেল পযর্ন্ত শান্তিপুর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। ফলাফল ঘোষণার পর কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে প্রশাসন শক্ত হাতে তা নিয়ন্ত্রণে এনেছে। গুলিতে শিশু মৃত্যুর ঘটনাটি দু:খজনক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ড্যাব’র মহাসচিব ডা.সালাম ও তার পরিবার করোনা সংক্রমণে বালিয়াডাঙ্গী বিএনপি’র দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের বাক প্রতিবন্ধী শিল্পীর আঁকা ছবি সর্ববৃহৎ ঈদগাহ মাঠ

বাংলা নববর্ষে পঞ্চগড়ের অমরখানা-বোদাপাড়া সীমান্তে এবারও হলোনা দু’বাংলার নাগরিকদের মিলনমেলা

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন অপরিহার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন অপরিহার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিত সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচনে নারগিস-কামনা প্যানেল বিজয়ী

পীরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট