Tuesday , 30 August 2022 | [bangla_date]

আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখতে ভালো কিছু করতে সাংবাদিকদের সহযোগিতার কোন বিকল্প নেই -পঞ্চগড় পুলিশ সুপার

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেছেন, আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখতে ভালো কিছু করতে সাংবাদিকদের সহযোগিতার কোন বিকল্প নেই। আমি পুলিশ সুপার হিসেবে চাকরি করার জন্য এসেছি। এটাকে আমি বাংলাদেশের জনগণের আমানত হিসেবে মনে করি। দেশের মধ্যে পঞ্চগড় একটি শান্ত জেলা। আমি এই জেলা নিয়ে নতুনভাবে কাজ করতে চাই। আমি ইতোমধ্যে অবগত হয়েছি পঞ্চগড়ের কিছু সমস্যা আছে। পাথরখেকো ড্রেজার মেশিন মালিকরা এখনও তৎপর রয়েছে। তারা আবারও অবৈধভাবে পাথর তোলার চেষ্টা করছে। আমি দ্বার্থহীনভাবে বলতে চাই, পঞ্চগড় জেলায় আর কোনদিন অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলতে দেয়া হবে না। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে আমরা তৎপর রয়েছি। মাদক ও জুয়া নিয়ে আমরা জিরো টলানেন্স নীতি গ্রহণ করছি। তিনি জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জেলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
তিনি গত রোববার রাতে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মত বিনিময় সভায় সভায় সাংবাদিকদের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাবেক সভাপতি এ রহমান মুকুল, সফিকুল আলম, এ হোসেন রায়হান, সামসউদ্দীন চৌধুরী কালাম, সরকার হায়দার, লুৎফর রহমান, মোশাররফ হোসেন, হারুন অর রশিদ, রনি মিয়াজী প্রমুখ বক্তব্য দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা, সেকেন্ড অফিসার মো. কাইয়ুম আলী, ডিআইও-১ আব্দুর রাজ্জাক, ডিবির ওসি আহসান হাবীব, ট্রাফিক বিভাগের টিআই কামরুল আহসানসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গণমাধ্যমকর্মীরা মাদক, জুয়া, ইভটিজিং, বø্যাক মেইলিং, কিশোর গ্যাং, চা পাচার, পাথর উত্তোলন বন্ধসহ জেলায় সংগঠিত বিভিন্ন অপরাধ ও সমস্যা পুলিশ সুপারকে অবহিত করেন। আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা শেষে পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার হাতে ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

কয়েকদিনের টানা বর্ষনে আত্রাই নদীর চর এলাকার জমির সবজি নষ্ট

বোদায় বড় পর্দায় এবারও বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবেন জাসদ নেতা এমরাল আল আমিন

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করলেন মুহা: সাদেক কুরাইশী

তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

এমবিএসকের শিক্ষানবিশদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন

নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি ঠাকুরগাঁওয়ে নির্মল কর্মকারের বিরুদ্ধে মামলা

সেতাবগঞ্জে দিনাজপুর চেম্বারের শীত বস্ত্র বিতরণ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫পদে তিনটি প্যানেল থেকে ৪৫প্রার্থীর মনোনয়নপত্র জমা