Monday , 8 August 2022 | [bangla_date]

আবারও বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

সাময়িকভাবে উত্তোলন বন্ধের এক সপ্তাহ পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সীমিত আকারে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে দেশী শ্রমিকদের অন্তভ‚ক্ত করে পুরোদমে উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে জানান বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) এমডি মোঃ সাইফুল ইসলাম সরকার।
কয়লা খনির ফেজ পরিবর্তনের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গত ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লা খনির নতুন কূপে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গভাবে উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিল শ্রমিকরা। এর মধ্যে জুলাই মাসের শেষে খনিতে কর্মরত অর্ধ শতাধিক চীনা ও বাংলাদেশি শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়। ফলে সংক্রমণ ঠেকাতে খনি কর্তৃপক্ষ সাময়িকভাবে উত্তোলন বন্ধ করে দেয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) এমডি মোঃ সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা পরিস্থিতি কিছুটা ম্যানেজ করে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চীনা শ্রমিকরা এক শিফটে কয়লা উত্তোলন করে। পরে তারাই কয়লা উত্তোলন শুরু করেছে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশী শ্রমিকদের অংশগ্রহনে পুরোদমে কয়লা উত্তোলনে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে খনিতে ৩০০ চীনা ও ১৩৮জন দেশি শ্রমিক কর্মরত রয়েছেন। করোনা পরিস্থিতি মোকাবিলা করে উৎপাদন চালু রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। যদিও শনিবার ৭১ জনের করোনা পরীক্ষা করার মধ্যে ২৭জনের পাওয়া ফলাফলে আবারও তিনজন চীনা শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া যায়।
উল্লেখ্য,কয়লা খনির পরিত্যক্ত ফেজ থেকে নতুন ফেজের যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কার কাজের জন্য গত ১ মে খনির ১৩১০ নম্বর ফেজ (কূপ) থেকে কয়লা উত্তোলন বন্ধ করা হয়। পরে টানা ২ মাস ২৭দিন বন্ধ থাকার পর বুধবার নতুন ১৩০৬ নম্বর ফেজে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। গত ২৭জুলাই সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কয়লা উৎপাদন উদ্বোধন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

দয়া করে শীতে কাতর মানুষের পাশে দাঁড়ান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সাংবাদিককে হত্যার হুমকি: পীরগঞ্জে প্ল্যাকার্ড হাতে দুইসংবাদ কর্মীর প্রতিবাদ

সেচ সুবিধার আওতায় আসবে ৪শ হেক্টর জমি পঞ্চগড়ে ২৩ বছর বন্ধ থাকার পর পাম নদী সেচ প্রকল্পের কার্যক্রম শুরু

বোচাগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে শিবগঞ্জ ডিগ্রী কলেজে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতিমূলক সভা

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমি ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চায় আকতার হোসেন

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু