Monday , 1 August 2022 | [bangla_date]

এমপি শিবলী সাদিকসহ তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে আদিবাসীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

দিনাজপুর-৬ সংসদীয় আসনের এমপি শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনসহ অনুগতদের বিরুদ্ধে জমি দখল নিয়ে গত শনিবার আদিবাসীদের করা সংবাদ সম্মেলনটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেন স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।
গতকাল সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আদিবাসী নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন শেষে এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কয়েকশ আদিবাসী দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় আদিবাসী নেতা শ্যামল মার্ডি। এসময় দিনাজপুর-৬ আসন এলাকার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ, এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত সহকারী শ্রীমন এস সরেন, আদিবাসী সালেমান মার্ডিসহ কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা দেওয়ায় পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষরা ছয়জন আদিবাসীকে দিয়ে এমপি শিবলী সাদিককে জড়িয়ে গত শনিবার সংবাদ সম্মেলন করায়। এমপি শিবলী সাদিকের পরিবার সম্প্রতি প্রায় ৫০ কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করছেন, নিজস্ব জায়গায় একক প্রচেষ্টায় আফতাবগঞ্জ হাট, দুটি কলেজ, হাইস্কুল, গালর্সস্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, ইউনিয়ন পরিষদ ভবন ও ফরেস্ট অফিস স্থাপন করতে পারেন। আজ তাদেরকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার নীল নকশায় মেতে উঠেছেন দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনের একটি অংশ।
সংবাদ সম্মেলনের পর দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আদিবাসীরা এমপি শিবলী সাদিক ও তার চাচা স্বপ্নপুরীর মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন। এ মানববন্ধনে দিনাজপুর-৬ আসন এলাকার আদিবাসী নারী-পুরুষ অংশ নেয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্যামল মার্ডি, বিমল সরেন, বাদল তিগ্যা, সলেমান মার্ডি প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আদর্শ সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

পীরগঞ্জ বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পীরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা

সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়ন মন্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়ন কমান্ডার

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে  আমদানি-রপ্তানি

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

কাহারোলে মাদক ব্যবসায়ীসহ ৫জন গ্রেপ্তার, পৃথক মামলা দায়ের

ফুলবাড়ীতে আলুচাষে লাভের মুখ দেখছেন চাষিরা

বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান