Tuesday , 30 August 2022 | [bangla_date]

খানসামায় রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ নুরবানুর বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, স্কুল পরিচালনায় অনিয়ম ও সহকারী শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, রামনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ নুরবানু ২০১৭ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে এডহক কমিটি দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। তবে এ বছরের এপ্রিল মাসে নিয়মিত কমিটি গঠনে নিয়মনীতি উপেক্ষা করে সহকারী শিক্ষক, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীদের কোন ধরনের নোটিশ না করেই গোপনে প্রধান শিক্ষকের স্বামী আনোয়ার হোসেনকে সভাপতি করে কমিটি গঠন করে। এমনকি কমিটি গঠনের কাগজপত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতিরও ঘটনা ঘটেছে। বর্তমানে এ নিয়ে আদালতে মামলা চলায় প্রতিষ্ঠানে লেখাপড়ার মান বিঘœ হচ্ছে।
সহকারী শিক্ষক আশিস চন্দ্র রায় বলেন, কমিটি গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রয়োজন তা প্রধান শিক্ষক গোপনে করেছে৷ শিক্ষক প্রতিনিধিরা নিজেও জানেনা যে তারা কমিটিতে আছে। এমনকি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে সহকারী শিক্ষকরা প্রশিক্ষণ ও ঋণ গ্রহন করতে উৎকোচ প্রদান করতে হয়।
কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষিকা নামে মাত্র প্রধান। তাঁর অফিসিয়ালি কাজকর্ম স্বামীকে নিয়েই তিনি পরিচালনা করে। তিনি নিয়মিত স্কুলে থাকে না। এতে ক্লাশ ও লেখাপড়ার মান বিঘœ হচ্ছে। স্কুলে প্রধান শিক্ষক তার স্বামীকে সভাপতি বানিয়ে ভুয়া কমিটি তৈরি করে সেই কমিটি পাশ করার জন্য তিনি নিজেই তাঁর এক ঘনিষ্ঠ অভিভাবক সদস্যকে দিয়ে আদালতে মামলা করেছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরবানুকে স্কুলে না পেয়ে মুঠোফোনে কল দিলে তার স্বামী আনোয়ার হোসেন জানান, জরুরি কাজে দিনাজপুরে যাচ্ছি। আর অফিস সহকারী অদক্ষ হওয়ায় প্রধান শিক্ষককে নিয়ে আমাকেই দৌড়াদৌড়ি করতে হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ে কমিটি গঠনে তফসিল ঘোষণা ছাড়া আর কোন কর্মকাÐ হয় নি। কিন্তু প্রধান শিক্ষক আমার স্বাক্ষর জাল করে গোপনে কমিটি গঠনের পর শিক্ষাবোর্ডে অনুমোদনের জন্য আবেদন করেছে। এ নিয়ে আদালতে মামলা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে অবহিত করণ সভা

হরিপুর থানা পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত বিতরণ

বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

লাবীব মডেল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

১০দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরলেও আবার বন্ধ হয়ে গেল ১নং ইউনিট

‘স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফুলবাড়ীতে তীব্র গরমে ৭০০ মুরগির মৃত্যু \ দুশ্চিন্তায় খামারিরা

বীরগঞ্জের মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম মানিক

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ: আটকা পড়েছে ৩টি ট্রেন

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত