Monday , 15 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ আগষ্ট সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত করা হয় । পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধ সংলগ্ন জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারি দপ্তর ও অন্যান্য সংগঠন। এরপর সকাল ১০.৩০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহীদ ও জীবিত সদস্যদের জন্য মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত:পর বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সলেমান আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খায়রুল আনাম ডন, বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, প্রমুখ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন। বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভার পরে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১২.৩০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ১১ জন ব্যক্তিকে মোট ৭ লাখ টাকা যুব ঋণ প্রদান করা হয়। এরপর দুপুর ১ টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে পাটের ফলন ভাল ও চাষীরা দাম পেয়ে খুশী

বিরলে ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

সমতলে চা বাগান করে সাবলম্বি বোচাগঞ্জের ফজলে মুকিম

হরিপুরে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু মহাসড়ক অবরোধ

বীরগঞ্জে শয়নকক্ষে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে নৌকা মার্কার প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনে নতুন মাইল ফলক

ক্রীড়া শুধু মাদক নয় শারিরিক সুস্থতা ও শৃংখলা ফিরিয়ে আনে ————পৌর মেয়র মোস্তাক

পঞ্চগড়ে মুসাফির ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাংসদ মুক্তা