Sunday , 21 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনজীবির বাসায় চুরি চোর আটক !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শহরের দুওসুও কলেজ রোড এলাকার বাসিন্ধা আইনজীবি আবেদুর রহমানের বাসভবনের গ্যারেজে রক্ষিত ৫০হাজার টাকা মূল্যেমানের বিভিন্ন ইলেক্টনিক্স মালামাল প্রকাশ্যে দিবালোকে চুরী সংঘটিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাশেল (১৯) নামের এক চোরকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আটক করে থানা পুলিশের নিকট সোপদ করেছে। মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও সাধুৰান্ধা গ্রামের জয়নালের ছেলে রাশেল গত ৮ আগস্ট বিকেল ৩টায় ৰালিয়াডাঙ্গী উপজেলা শহরের দুওসুও কলেজ রোড এলাকার বাসিন্ধা আইনজীবি আবেদুর রহমানের বাসভবনের গ্যারেজে ঢুকে তার রক্ষিত ৫০হাজার টাকা মূল্যেমানের বিভিন্ন ইলেক্টনিক্স মালামাল প্রকাশ্যে দিবালোকে চুরী করে নিয়ে যাওয়ার সময় ৰাড়ীর লোকজন সহ আশে পাশের লোকজন দেখতে পায়। ঘটনার সময় আইনজীবি আবেদুর রহমানের স্ত্রী ও তার বাড়ীর গৃহকমী বাসার দ্বিতল ভবন থেকে তাদের গ্যারেজে রক্ষিত ৫০হাজার টাকা মূল্যেমানের বিভিন্ন ইলেক্টনিক্স মালামাল চুরির করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে তারা চিৎকার দিতে থাকলে আশে পাশ্বের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে, তারা চুরি করার মালামাল নিয়ে রাশেলকে আটোচাজার যোগে পালিয়ে যেতে দেখে। ঘটনার সময় আইনজীবি আৰেদুর রহমান পেশাগত দায়িত্ব পালনে ঠাকুরগাঁও আদালতে অবস্থানকালে ৰাসায় চুরির বিষয়টি তিনি জানতে পারে। পরে তিনি ও তার লোকজন সহ মিলে চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করে। এক পযায়ে গত ১৩ আগস্ট সন্ধ্যায় ৫ নং– দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা আইনজীৰির ৰাসায় চুরি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রাশেলকে আটক করে রাখে এমন সংৰাদ পেয়ে আইনজীৰি আৰেদুর রহমান ইউনিয়ন পরিষদে গেলে উপস্থিত লোকজনের সামনে চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদ কালে রাশেল তার ৰাসায় চুরি করার ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তিনি চৌকিদারের মাধ্যমে স্থানীয় থানা পুলিশের নিকট সোপদ করে। এৰিষয়ে ঐ দিন ৰালিয়াডাঙ্গী থানায় আইনজীবি আবেদুর রহমান ৰাদী হয়ে রাশেলকে আসামী করে চুরির মামলা দায়ের করে। এৰিষয়ে ৰালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম এর নিকট জানতে চাইলে মামলা দায়েরের ৰিষয়টি নিশ্চত করেন। পরিদন পুলিশ তাকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আমলী আদালতের ৰিচারকের নিকট হাজির করে। সংশ্লিষ্ট আদালতের ৰিচারক আরিফুর রহমান জৰানৰন্দি শুনানীকালে রাশেল আইনজীৰি আৰেদুর রহমানের ৰাসায় চুরি করার ঘটনার সত্যতা স্বীকার করে। পরে আদালতের ৰিচারক তাকে জেল হাজতে প্রেরন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ‘পার্পেল’র শো-রুমের উদ্বোধন

চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

বাফুফে অনূর্ধ-১৬ মহিলা জাতীয় ফুটবল ট্যালেন্টহান্ট দিনাজপুরের নারী ফুটবলার দোলা-তিথির সুযোগ

ঘোড়াঘাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে বিএনপির ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ সমাপ্ত

নবাবগঞ্জে সেলাই প্রশিক্ষণের সমাপনী

উত্তর তরঙ্গ সাহিত্য সংসদের মাসিক কবিতা পাঠের আসর

দিনাজপুরে জনসচেতনতামূলক পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল