Monday , 22 August 2022 | [bangla_date]

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩টি প্যানেলের ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ২০২২- সালের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৩টি প্যানেল থেকে ৩৮ জন প্রার্থী মনোনযনপত্র জমা দিয়েছে। প্যানেল ৩টির মধ্যে রয়েছে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মোঃ একরামুল আমিন ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ তহিদুল হক সরকার’র নেতৃত্বে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত আমিন-তহিদুল প্যানেল, বিএনপি সমর্থিত মোঃ আব্দুল হালিম ও মোল­া মোঃ সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে হালিম-সাখাওয়াত প্যানেল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও সাবেক সহ-সাধারণ সম্পাদক সারওয়ার আহমেদ বাবু’র নেতৃত্বে সাইফুল-সারওয়ার বাবু প্যানেল। আগামী ৩ সেপ্টেম্বর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৫৩৯ জন্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শনিবার মনােনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।
সম্মিলিত আইনজীবী ঐক্য পনিষদ মনোনিত আমিন-তহিদুল প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ একরামুল আমিন, সহ-সভাপতি পদে মোঃ মজিবুর রহমান-৫, মোঃ নুরুল ইসলাম-৪, সাধারণ সম্পাদক পদে মোঃ তহিদুল হক সরকার, সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম-২, ইন্দ্রোজিৎ কুমার রায়, কোষাধ্যক্ষ পদে রনি চন্দ্র রায়, সমাজ কল্যাণ ও ধর্মীয সম্পাদক পদে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোহিনুর পারভীন (চিস্তি), পাঠাগার সম্পাদক পদে মোঃ আব্দুল মাসুদ, সদস্য পদে মোঃ আবুল কালাম আজাদ-৫, মোঃ মাসুদ রানা-২, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোঃ মইনুল হোসেন (মামুন) ও অনন্ত কুমার রায়।
অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত হালিম সাখাওযাত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ আব্দুল হালিম, সহ- সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম-৩, সাধারণ সম্পাদক পদে মোল­া মোঃ সাখাওযাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, মোঃ সেরাজুল সালেকীন, কোষাধ্যক্ষ পদে মোঃ মিজানুর রহমান-২, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে তৌহিদা ইয়াসমিন তানিন ও শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম শাহ। তবে বিএনপি সমর্থিত প্রার্থীরা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ১৫টি পদের মধ্যে ৮টি পদে প্রার্থী দিয়েছে।
আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত সাইফুল-সারওয়ার বাবু প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ আবু বকর সিদ্দিক-২, আজফার হোসেন চৌধুরী (বঙ্গবাবু),) সাধারণ সম্পাদক পদে সারওযার আহমেদ বাবু, সহ-সাধারণ সম্পাদক পদে অপূর্ব রায়, রাবেযা চৌধুরী (রুশি), কোষাধ্যক্ষ পদে মোঃ ওবাযদুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে মোঃ মাসুদ রানা-১, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুদা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন-২, সদস্য পদে রনবীর চন্দ্র রায়, মোঃ ফয়সাল ইবনে হাবিব, মোঃ মিনারা ইসলাম, মোছাঃ রুনা লায়লা ও মোঃ আরিফ ইকবাল হাশমী।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী সরোজ গোপাল রায়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রইস উদ্দীন ও মোঃ খাদেমুল ইসলাম।
উলে­খ্য, আগামী ৩ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এতে ৫৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা করেছে ——রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

বাসে যাত্রী সেজে ইয়াবা আনার সময় দিনাজপুরে দুই মাদক কারবারি আটক

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুলে ব্যতিক্রমি পিঠা উৎসব

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

কাহারোলে বিদ্যুৎ স্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

বিরলে শতবর্ষ বয়সী ভিক্ষুক আকবর আলী অতিকষ্টে দিনাতিপাত করছেন

ঠাকুরগাঁওয়ে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র না পেলেও কাজের আগেই ঠিকাদারকে বিল দিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ।

বিদ্যুতের দাম বাড়বে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন

বোদা উপজেলার কৃষি শ্রমিকরা বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যাচ্ছেন