Thursday , 11 August 2022 | [bangla_date]

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে চিকিৎসকের আত্মহত্যা

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে  চিকিৎসকের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে রোকেয়া বেগম ডেইজি (২৭) নামের এক চিকিৎসকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডা. রোকেয়া খাতুন দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিরাজের মেয়ে।
জানা যায়, তারা স্বামী-স্ত্রী দু’জনই চিকিৎসক। রোকেয়া বেগম ডেইজি দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ওই হাসপাতালের কোয়ার্টারে থাকতেন এবং তার স্বামী চিকিৎসক আরিফুজ্জামান আরিফ চিরিরবন্দর উপজেলায় কর্মরত। তার স্বামী মঙ্গলবার চিরিরবন্দর থেকে আসেন। রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে রোকেয়া বেগম মঙ্গলবার বিকেলে তার কক্ষে আত্মহত্যা করেন।
নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার জানান, মঙ্গলবার বিকেলে মোবাইলের মাধ্যমে থানায় সংবাদ আসে লার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলায় এক চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে এটা আত্মহত্যা না হত্যা।

সর্বশেষ - ঠাকুরগাঁও