পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু মুরাল চত্বরে এসে প্রতিবাদ সভা করেন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এ সময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, শাহজাহান আলী, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নেছা আইভি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জলিজ, সৈয়দপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি জুলফিকার আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নূরনবী চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।